Papiya Paul

শেষমেশ মিঠাইকে হারিয়ে দিল ঊর্মি! দর্শকের বিচারে সেরার সেরা পুরস্কার পেলেন অন্বেষা

জি বাংলার(Zee Bangla) অন্যতম সেরা ধারাবাহিক ‘মিঠাই'(Mithai), এই ধারাবাহিকের জনপ্রিয়তা আকাশছোঁয়া। কিন্তু জি বাংলার আরেক ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়'(Ei Poth Jodi Na Sesh Hoi)-এর জনপ্রিয়তা খুব একটা কম নয়। যদিও টিআরপি তালিকায় মিঠাইয়ের থেকে পিছনে থাকতে হয় এই সিরিয়ালকে। এ তো গেল টিআরপির কথা। কিন্তু বাস্তবে জনপ্রিয়তার বিচারে নাকি মিঠাইরানীর থেকেও বেশি এগিয়ে রয়েছেন ঊর্মি।

   

হ্যাঁ, আর তাই মিঠাইখ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে(Soumitrisha Kundu) টেক্কা দিয়ে সেরার সেরা পুরস্কার জিতে নিয়েছেন ঊর্মি ওরফে অন্বেষা হাজরা। সম্প্রতি আইসিসিআর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা প্রতিভাময়ী অভিনেত্রী হিসেবে সৌমিতৃষা কুন্ডু এবং অন্বেষা হাজরার(Annwesha Hazra) নাম মনোনয়ন করা হয়। আর শেষমেষ এই পুরস্কার জিতে নিয়েছেন ঊর্মি ওরফে অভিনেত্রী অন্বেষা হাজরা। অন্বেষা তার সোশ্যাল মিডিয়ায় এই পুরস্কার গ্রহণের ছবি শেয়ার করেছেন। তার এই সাফল্যে শুভেচ্ছা ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

প্রতিযোগীতার নিরিখে এগিয়ে গেছে ঊর্মি কিন্তু বাস্তব জীবনে দুজনেই দুজনের খুব ভালো বন্ধু। দুজনেই তাদের কাজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছে। দুজনের অভিনয় দক্ষতা দুর্দান্ত। মিঠাই অভিনয়ের মাধ্যমে দীর্ঘ প্রায় এক বছর ধরে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে রয়েছে। এখনো পর্যন্ত কোন ধারাবাহিকেই মিঠাইকে টেক্কা দিতে পারেনি। নতুন-পুরোনো কোনো ধারাবাহিকই মিঠাইয়ের জায়গাতে পৌঁছাতে পারেনি। এই মুহূর্তে বাংলার সেরার সেরা মিঠাই।

তবে ঊর্মিও কম নন, তার অভিনয় দিয়ে তিনি মনে জয় করেছেন দর্শকদের। ঊর্মি-সাত্যকির যুগলবন্দী পছন্দ করেন দর্শকেরা। ঊর্মির অভিনয়ের প্রশংসা করেন দর্শকেরা। আর তাই তো জনপ্রিয়তার নিরিখে পুরস্কার পেলেন অভিনেত্রী. ।