Papiya Paul

গল্প সুপারহিট, ৫০০ পর্ব পার করেও হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক!

নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে যে ধারাবাহিকের(Bangla Serial) টিআরপি(TRP) কম সেই ধারাবাহিক বন্ধ করে দিচ্ছে নির্মাতারা। আর এর ফলে একটা ধারাবাহিক যেতে না যেতেই নতুন ধারাবাহিক চলে আসছে। বলা ভালো নতুন ধারাবাহিকের প্রোমো আসা মানে কোনো পুরনো ধারাবাহিক শেষ হতে চলেছে।

   

স্টার জলসা(Star Jalsa) কিংবা জি বাংলা(Zee Bangla) দুই চ্যানেলের ক্ষেত্রেই টিআরপি শেষ কথা। শুধু এই দুটো চ্যানেল নয়, কালারস বাংলা(Colors Bangla) এবং সান বাংলার(Sun Bangla) ক্ষেত্রেও একই জিনিস লক্ষ্য করা যায়। আর তাই টিআরপি তোলার জন্য বিভিন্ন প্রোডাকশন হাউজগুলো ভিন্ন ধারার গল্প নিয়ে আসছে যাতে দর্শকদের মন জয় করা যায়।তবে শুধু ভিন্নধারার গল্প নয়, এর পাশাপাশি নতুন নতুন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আসা হচ্ছে।

ইতিমধ্যেই বিভিন্ন চ্যানেলে বেশকিছু নতুন সিরিয়াল আসার খবর প্রকাশ্যে এসেছে। আর যার ফলে কার্যত মন খারাপ হয়েছে দর্শকদের। নতুন সিরিয়াল আসা মানেই পুরনোকে বিদায় জানানো হবে। এবার এমনই এক জনপ্রিয় সিরিয়াল বন্ধ হতে চলেছে। কিছুদিন আগে সেই সিরিয়াল ৫০০ পর্ব পার করেছে। এবার সিরিয়ালটি বন্ধ হয়ে যাবার খবর সামনে এসেছে। দেখতে দেখতে ৫০০ পর্ব পার করতেই বিশেষ উদযাপন করা হয় সেই সেটে। কেক কেটে সেলিব্রেশনে মাতে গোটা টিম।

এবার প্রশ্ন হল কোন ধারাবাহিক বন্ধ হতে চলেছে? এই ধারাবাহিক স্টার জলসা বা জি বাংলার কোন ধারাবাহিক নয়। বরং কালার্স বাংলা জনপ্রিয় একটি ধারাবাহিক ‘তুমি যে আমার মা’ এবার বন্ধ হতে চলেছে। জানা গিয়েছে, আগামী ৩রা ডিসেম্বর এই জনপ্রিয় সিরিয়াল বন্ধ হতে পারে।