Cyclone Update

Cyclone Update: ফের আসছে দামাল ঘূর্ণিঝড় ‘রেমাল’, এই কথাটির অর্থ কি? কারা নাম রাখল জানেন?

নিউজশর্ট ডেস্কঃ বৈশাখ মাসের গরমের দাবদাহে নাজেহাল অবস্থা হয়েছে রাজ্যবাসীর। যদিও জৈষ্ঠ্য মাস পড়তে না পড়তেই মেঘ-বৃষ্টির আনাগোনা লক্ষ্য করা গেছে। জৈষ্ঠ্য মাস শুরু হতে না হতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের(Cyclone) সম্ভাবনার কথা জানা গিয়েছে।

আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী ২২শে মে অর্থাৎ বুধবারের মঞ্চে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর ফলে নিম্নচাপের সৃষ্টি হবে। আর যেটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। পরবর্তীকালে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আর এই ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘রেমাল’, এই ঘূর্ণিঝড়টির নাম করেছে ওমান। এই শব্দটির আরবি ভাষায় অর্থ হল বালু বা বালি। এই নিম্নচাপকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। আর আগামী ২৪ শে মে বঙ্গোপসাগরে পৌঁছাবে। যদিও সেই সময় গতিপথ কোন দিকে যাবে, সেই বিষয়ে এখনও নির্দিষ্ট করে হাওয়া অফিসের তরফ থেকে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: Women’s Scheme: মিলবে চড়া সুদ, শুধুমাত্র মহিলাদের জন্য দারুণ সুযোগ মোদী সরকারের, এই সুযোগ হাতছাড়া করলে পস্তাবেন

তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৪ শে মে রাত্রিবেলা থেকেই বাংলাদেশের উপকূল এলাকায় বৃষ্টি হতে পারে। আর এই বৃষ্টি আগামী ২৬ তারিখ পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। যদিও ঘূর্ণিঝড়ের বিষয়ের সমস্ত কিছুই পর্যালোচনা করছেন আবহাওয়াবিদরা।

Avatar

Papiya Paul

X