Travel

Papiya Paul

Travel: শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, বেড়িয়ে আসুন কালিম্পঙের এই অচেনা লোকেশন থেকে

নিউজ শর্ট ডেস্ক: হাতে  দু-তিন দিনের ছুটি পেলেই ব্যাস, ব্যাগ-পত্র গুছিয়ে কর্মব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে সকলেই ঘুরতে বেড়িয়ে পড়েন। শীত-গ্রীষ্ম হোক কিংবা বর্ষা ভ্রমণ পিপাসুদের ঘুরতে যাওয়ার জন্য কোন নির্দিষ্ট মরসুমের দরকার দরকার পড়ে না। বেশিরভাগ মানুষেরই ঘুরতে যাওয়ার জন্য দারুন পছন্দের একটি জায়গা হল পাহাড়।

   

আজকের এই প্রতিবেদনে ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য দারুন মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমনই  এক পাহাড়ি গ্রামের সন্ধান নিয়ে চলে এসেছি আমরা। এই গ্রামটি আসলে কাঞ্চনজঙ্ঘার কোলেই অবস্থিত। এই জায়গাটি হল কালিম্পংয়ের (Kalimpong) পাবং (Pabong)।

এখানে সারি সারি পাইন গাছের জঙ্গলে ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশে। সঙ্গে পরিষ্কার ঝকঝকে আকাশ, আর তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। এমনিতে সারাবছরই এখানকার সৌন্দর্য দেখে ক্লান্তি দূর হলেও বসন্তকালে এই পাবং যেন আলাদাই রূপ ধারণ করে।

আরও পড়ুন: Business Idea: এই ব্যবসা করলে হবে চাকরির থেকে বেশি আয়! লাখপতি হতে চাইলে শুরু করুন আজই

যারা প্রজাপতি খুব পছন্দ করেন সেই প্রজাপতি প্রেমীদের জন্য এই জায়গাটি একেবারে আদর্শ। সেইসাথে এখানকার রংবেরঙের  ফুল দেখলেই জুড়িয়ে যায় মন প্রাণ। এখান থেকে খুব কাছেই রয়েছে  লাভা, লোলেগাঁও, রিশপ, কিংবা চারখোল-এর মতো জায়গা।তবে এলাকাটি অত্যন্তশান্ত আর নিরিবিলি।

কিভাবে যাবেন? নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই  পাবংয়ের  মোট দূরত্ব ৭৫ কিলোমিটার। এখানে পৌঁছাতে সময় লাগে প্রায় ৪ ঘন্টা। এখানে থাকার জন্য হোম-স্টে রয়েছে। এখানে থাকা খাওয়া মিলিয়ে মোট খরচ হয় ১৫০০- ২০০০ টাকা।