Travel: গা ছমছমে পাহাড়ি জঙ্গল, ঝর্ণা, মেঘেদের হাতছানি, ৩ দিনের ছুটিতে বেড়িয়ে আসুন এই ব্যাপক জায়গায়

নিউজশর্ট ডেস্কঃ অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র দীঘা-পুরী কিংবা দার্জিলিং গিয়ে বোর হয়ে গিয়েছেন। তাই অফবিট লোকেশনের খোঁজ করে থাকেন অনেকেই। আপনিও যদি এরকম অচেনা অজানা লোকেশনের খোঁজ করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ খবর। আজকের এই প্রতিবেদনে বাংলার পাশের রাজ্য উড়িষ্যার(Odisha) একটি অফবিট ডেস্টিনেশন(Offbeat Destination) সম্পর্কে আপনাদের জানাবো।

ওড়িশা মানেই যারা শুধু পুরী কিংবা গোপালপুর ভাবেন, তাদের জন্য এই জায়গা পারফেক্ট। এগুলো ছাড়াও আরো অনেক পর্যটন কেন্দ্র রয়েছে। এই জায়গাতে প্রায় ৭০০ পাহাড় রয়েছে। এখানে পাহাড়ি জঙ্গল মানেই ভেজা আবহাওয়া অন্যদিকে মালভূমির জঙ্গল মানে শুষ্ক আবহাওয়া। এই অজানা লোকেশন হল কিরিবুরু পাহাড়(Kiriburu Hill)।

এখানকার সানসেট একবার দেখলে সারাজীবন মনে থেকে যাবে। আর সূর্যাস্তও অনেক সুন্দর। এই সানসেট পয়েন্ট থেকে দেখে আপনি বুঝতে পারবেন এই জায়গাকে কেন ৭০০ পাহাড়ের দেশ বলা হয়। এখানে তাকালে একের পর এক ঢেউ খেলানো পাহাড় দেখতে পাবেন। যেগুলো গুনে শেষ করা যাবে না। এই দৃশ্য একেবারেই অসাধারণ। যা লেখনীতে প্রকাশ করা যায় না।

আরও পড়ুন: Travel: ঝা চকচকে আকাশ, সঙ্গে মিলবে কাঞ্চনজঙ্ঘার দর্শন, এই পাহাড়ি লোকেশন মন জিতে নেবে আপনার

এখানে থলকোবাদ ফরেস্ট রয়েছে। এখানে ঢুকতে গেলে পারমিটের প্রয়োজন হয়। এটি একটি গভীর জঙ্গল যেখানে দুপুরের পর আর ঢুকতে দেওয়া হয় না। বনদপ্তরের গাড়ি করেই এই জায়গা ঘুরিয়ে নিয়ে আসা হয়।

কিভাবে যাবেন ও কোথায় থাকবেন? এখানে যেতে হলে আপনাকে ট্রেনে করে বারবিল স্টেশনে নামতে হবে। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে আসতে হবে কিরিবুরু পাহাড়। এখানে থাকার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউস আছে। এখানে ওড়িশা সরকারের বনদফতরের মাধ্যমে বুকিং করতে হয়। এখানে আসার আগে থেকে এখানে বুকিং করে আসতে হবে।

Avatar

Papiya Paul

X