Anurager Chowa

Moumita

সোনা, মিশকার সন্তান নয়, সব সত্যি জানতে পারলো দীপা! ‘অনুরাগের ছোঁয়া’র মহাপর্বে বড়সড় চমক

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) অন্যতম বহুল চর্চিত একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chowa)। বিগত কয়েক মাস ধরেই টিআরপি তালিকায় রাজ করছে সিরিয়ালটি। পাশাপাশি সিরিয়ালের পরতে পরতে রয়েছে টুইস্ট। এই যেমন কয়দিন আগেই রূপার আসল পরিচয় জেনেছে সূর্য (Surya)। এবং খুব শীঘ্রই সোনার পরিচয়ও জানতে পারবে দীপা (Deepa)।

   

সাম্প্রতিক অতীতে আপনারা দেখেছেন, সূর্য আর কবীর একে অপরের মুখোমুখি হয়েছে। সূর্য জানতে পেরেছে কবীর আর দীপা স্বামী স্ত্রী নয়। যদিও কবীরকে এখনও পর্যন্ত ভুল বুঝছে সে। তার ধারণা কবীর দীপাকে ঠকিয়েছে এবং রূপার মতো মিষ্টি একটা মেয়ের দায়িত্ব নিতে অস্বীকার করেছে।

সূত্রের খবর, এরপর দীপা জানতে পারবে মিশকার সাথে বিয়েই হয়নি সূর্যর। এমনকি সে এটাও জানতে পারবে যে সোনা তারই মেয়ে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘অনুরাগের ছোঁয়া’র নতুন প্রোমো। জানা গেছে খুব শীঘ্রই আসতে চলেছে ১ ঘণ্টার মহাপর্ব আসছে ধারাবাহিকে।

আর এই পর্বেই একের পর এক সত্যের সম্মুখীন হবে দীপা। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, সেনগুপ্ত বাড়িতে লাবণ্য এবং প্রবীরের বিবাহবার্ষিকী উদযাপন করা হচ্ছে। সেখানেই উপস্থিত আছে রূপা। মেয়েকে এক ঝলক দেখার জন্য সূর্যদের বাড়িতে আসে দীপা। তখনই ফোনে মিশকার সঙ্গে গুণ্ডাদের কথোপকথন শুনে ফেলে সে।

Anurager Chowa

আর এই কথোপকথন শুনে দীপা জানতে পারে, মিশকা আর সূর্যর বিয়েই হয়নি। এটা শুনেই চমকে ওঠে সে। এরপরেই প্রশ্ন জাগে, সূর্য-মিশকার বিয়ে না হলে সোনা কে? এরপর লাবণ্য আর প্রবীরের কথোপকথন তার কানে আসে। সে জানতে পারে, তার শ্বশুর-শাশুড়ি দুই মেয়ে নিয়ে সূর্য-দীপার সাজানো সংসারের কথা বলছে।

আপাতত একগুচ্ছ গোলমেলে প্রশ্ন ভিড় করেছে দীপার মনের কোনে। এত বছর পর নিজের আর এক মেয়েকে খুঁজে পেয়ে কী করবে দীপা? তবে কি এবার মিশকার সাজানো তাসের ঘর ভাঙবে? ভাঙবে সূর্যর ভুল? আপাতত এই সব প্রশ্নের উত্তর পেতে হলে, দেখতে হবে আগামী ২৭ এবং ২৮ মার্চ ‘অনুরাগের ছোঁয়া’র এক ঘণ্টার মহাপর্ব।