Anurager Chowa

Moumita

সোনার পরিচয় জেনে তাকে নিয়ে গেল দীপা, কী করবে সূর্য! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগামী পর্বের টুইস্ট

বাংলা সিরিয়াল মানেই এখন স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। দর্শকরা এখন এই সিরিয়াল (Bengali Serial) ছাড়া অন্য কিছু যেন ভাবতেই পারছেননা। যত সময় এগোচ্ছে ততই বাড়ছে সিরিয়ালের জনপ্রিয়তা। এখন তো দর্শকদের একটাই ইচ্ছে, কবে নায়ক নায়িকা অর্থাৎ সূর্য আর দীপার মিল হবে! তাই ঘড়িতে সাড়ে ন’টা বাজতে না বাজতেই সকলেই বসে যান টিভির সামনে।

   

দর্শকরা যে সত্যিই সিরিয়ালটি পছন্দ করছে, তার প্রমাণ মিলছে সাপ্তাহিক টি আর পি তালিকাতেই। বিগত কয়েক মাস ধরেই বেঙ্গল টপারের খেতাব ধরে রেখেছে এই মেগা। একইরকমভাবে নির্মাতারাও নিরাশ করছেননা ভক্তদের। একটার পর একটা এমন টুইস্ট আসছে যে, অনুরাগীরাও বাধ্য হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ দেখতে।

নিত্যনতুন চমকের সাথে ঝড়ের বেগে এগিয়ে চলছে ‘অনুরাগের ছোঁয়া’র হাই ভোল্টেজ ড্রামা। যদিও এখনও পর্যন্ত মিশকার পর্দা ফাঁস করা সম্ভব হয়নি। তবে সামনে এসেছে অনেক সত্যই। এই যেমন, দীপা জেনেছে তার যমজ সন্তানের কথা‌। সূর্য জেনেছে রূপার পরিচয়। জেনেছে কবীর আর শিবানীর সম্পর্কের কথাও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,Surjo,সোনা,Sona,রুপা,Rupa,নতুন প্রোমো,New Promo

 নিকট অতীতে দেখানো হয়েছে, দীপা যখন তার আর এক যমজ মেয়েকে হন্যে হয়ে খুঁজছে ঠিক তখনই দীপাকে এক কঠিন শর্ত দিয়েছে মিশকা। সূর্যের জীবন থেকে দূরে সরাতে তাকে স্বামী এবং সন্তানের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে বলেছে সে। এসবের মধ্যেই সকলের চিন্তা ছিল, দীপা কি তবে ডিভোর্স পেপারে সাইন করেই দেবে?

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,Surjo,সোনা,Sona,রুপা,Rupa,নতুন প্রোমো,New Promo

আর এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এসেছে স্টার জলসার নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে, দীপা জানতে পেরেছে সোনাই তার হারিয়ে যাওয়া আর এক মেয়ে। এটা জানার পর সোনাকে নিতেও চলে এসেছে সে। সোনা দীপাকে ফুলমা বলে ডাকতেই দীপা সোনাকে বলে ‘ফুলমা নয় এবার থেকে মা বলবি’।

একদিকে ঘরের মধ্যে সোনাকে না দেখতে পেয়ে ব্যাকুল হয়ে উঠেছে সূর্য, অন্যদিকে নিজের মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছে দীপা। ঠিক তখনই সূর্যর বাবা দীপার সামনে হাতজোড় করে অনুরোধ করে সোনা কে সূর্যের থেকে আলাদা না করতে। এখন দেখার বিষয়, আগে কী হবে? এই সত্যি জানার পর কী রিয়েকশন হবে সূর্যর? এরপরের ঘটনা জানতে হলে অবশ্যই দেখুন ‘অনুরাগের ছোঁয়া’।