প্রেমিকের সঙ্গে ‘মিনি হলিডে’ কাটাচ্ছেন মিশকা, জঙ্গলে রোম্যান্টিক মুহূর্তে ক্যামেরাবন্দি অহনা

নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকের (Bangla Serial) খলনায়িকা অহনার (Ahona Dutta) অভিনয়ে মুক্ত সবাই। প্রথম সিরিয়ালেই বাজিমাত করেছেন তিনি। আর তাও আবার নায়িকা নয় খলনায়িকার চরিত্রে। এত মিষ্টি একটা খলনায়িকা পেয়ে দর্শক তো এটাই বুঝতে পারেনা যে, তাকে ঘৃণা করবে নাকি গাল টিপে আদর করে দেবে! ‌

তবে অভিনেত্রী তার অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চিত হন। এর কারণ তিনি রুপটান শিল্পী দীপঙ্কর রায়ের প্রেমে পড়েছেন। যিনি এর আগে বিয়েও করেছিলেন। আর এই নিয়ে অভিনেত্রীর মায়ের সঙ্গে ঝামেলা চলছে। যদিও প্রেমের টানে নিজের মাকে ছেড়ে প্রেমিকের সঙ্গেই থাকছেন অহনা। প্রথম দিকে রাখঢাক করলেও এখন খুল্লামখুল্লা প্রেম করছেন দুজনে।

আজ অভিনেত্রীর প্রেমিকের জন্মদিন। তাই এই বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তোলার জন্য এই জুটি ঘুরতে গিয়েছেন ওড়িশার দারিংবাড়িতে। সেখানে নিরিবিলি পরিবেশে বৃষ্টির মরশুমে চুটিয়ে প্রেম করছেন তারা। নিজের ইনস্টাগ্রামে প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটানোর নানা মুহূর্তের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে সব আয়োজন করে মিড্ নাইট বার্থডে সেলিব্রেশনের ছবিও রয়েছে।

আবার কোনো ছবিতে অভিনেত্রী জলপ্রপাতের সামনে, আবার কখনো জঙ্গলের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন।  দুজনে একসঙ্গে দেশের পতাকা হাতে নিয়েও ছবি শেয়ার করেছেন। আর এই ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে, এই মুহূর্তে দুজনে চুটিয়ে মজা করছেন তাদের ‘মিনি হলিডে’তে। ফিরে এসেই আবার কাজে যোগ দেবেন মিশকা।

Avatar

Papiya Paul

X