নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলে দিব্যজ্যতি দত্ত (Dibyojyoti Dutta)। যদিও দর্শকদের কাছে তিনি ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) ডাক্তার সূর্য সেনগুপ্ত (Surjo Sengupta) নামে পরিচিত। সিরিয়ালে তিনি পেশায় একজন ডাক্তার হলেও বাস্তবে একেবারেই সায়েন্স ভালোবাসতেন না। তাই আগাগোড়াই আর্সের ছাত্র ছিলেন পর্দার ডাক্তার সূর্য।
আর এখানেই রিল আর রিয়েলের স্পষ্ট ফারাক। প্রসঙ্গত সদ্য বেরিয়েছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া চারিদিকে মাধ্যমিক পরীক্ষার্থীর রেজাল্ট আউটের খবর। এরইমধ্যে নিজের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হিন্দুস্তান টাইমস বাংলার সাথে ভাগ করে নিয়েছিলেন ছোট পর্দা সূর্য।
বাস্তব জীবনে তাঁর বয়স এখনও ২৫ পেরোলেও এই ধারাবাহিককে তিনি কিন্তু দুই সন্তানের বাবা। শুধু তাই নয়, এই অল্প বয়সেই দিব্যজ্যোতি চার চারটি সুপার হিট বাংলা সিরিয়ালের প্রধান নায়ক। তাই অনুরাগের ছোঁয়ায় তিনি যতই শহরের নামি ডাক্তার সূর্য সেন গুপ্তের চরিত্রে অভিনয় করুক না কেন বাস্তবে সায়েন্স ভালোবাসতেন না একেবারেই।
এমনকি মাধ্যমিকে তিনি সেকেন্ড ডিভিশন পেয়ে পাশ করেছিলেন। এ প্রসঙ্গে অবশ্য দিব্যজ্যোতি লুকোচুরি না করেই স্পষ্ট জানিয়েছেন ‘মাধ্য়মিকে আমি ফার্স্ট ডিভিশন পাইনি, সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম। বেকার লুকিয়ে তো লাভ নেই, তবে সত্য়ি আমার পার্সেন্টেজটা সত্যিই মনে নেই। আমি অঙ্কে খুব খারাপ ছিলাম, আর্টসে ভালো নম্বর এসেছিল বলেই হয়ত সেকেন্ড ডিভিশনটা পেয়েছিলাম।’
আরও পড়ুন: ফুলকির ফাইটে কুপোকাত জ্যাস-পর্ণা! ওলট-পালট TRP তালিকা, দেখলে চমকে যাবেন
সেইসাথে পর্দার সূর্যর সংযোজন, ;তবে আমি বায়োলজিতে ভালো ছিলাম, জীবনবিজ্ঞানে ঠিকঠাক নম্বর এসেছিল। তবে সায়েন্সের বাকি বিষয়ে খুব বাজে মার্কস পেয়েছিলাম। মাধ্যমিকে আমার সব বিষয় পছন্দের ছিল না, তাই মোটামুটি ফল।’
তবে দিব্যজোতে রেজাল্টে বিরাট বদল এসেছিল উচ্চমাধ্যমিকে। আর্টস নিয়ে পড়াশোনা করেই উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষায় গোটা স্কুলে মধ্যে থার্ড হয়েছিলেন তিনি। আর উচ্চমাধ্যমি পাশ করেছিলেন ফার্স্ট ডিভিশন নিয়েই।