Anurager Chhowa

anita

Anurager Chhowa: মানসিক চাপে এবার পাগল হয়ে গেল দীপা! ‘অনুরাগের ছোঁয়া’য় আসছে মোড় ঘোরানো পর্ব

নিউজ শর্ট ডেস্ক: এক কালের বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) অবস্থা এখন একেবারে শোচনীয়। যদিও ইদানিং টিআরপি তালিকায় এই সিরিয়ালের স্কোর এখন এতটাই তলানিতে ঠেকেছে যে মাঝেমধ্যেই অনুরাগের ছোঁয়ার সম্প্রচার বন্ধ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

   

এসবের মধ্যেই জানা আছে আগামী দিনে এই ধারাবাহিক আসতে চলেছে এক মোড় ঘোরানো পর্ব। দর্শকরা জানেন শুরু থেকে এই ধারাবাহিকের নায়িকা দীপার (Deepa) জীবনে ঝামেলা-অশান্তির শেষ নেই। একটার পর একটা ঝড়ঝাপ্টা পেরিয়ে নানান প্রতিকূলতার মোকাবিলা করে সবে মাত্র অর্জুনের সাথে নতুন জীবন শুরু করে সিদ্ধান্ত নিয়েছিল দীপা।

কিন্তু তার আগেই দীপার জীবনের সমস্ত সুখ-শান্তি কেড়ে নিতে অর্জুনের সাথে দীপার বিয়েটাই আটকে দিতে বড় চাল চাললো  পৃথা আর ভিক্টর। তাই দেখা যায় শেষ মুহূর্তে অর্জুন দীপার আটকাতে মোক্ষম চাল দেয় পৃথা-ভিক্টর। যার জন্য ইতিমধ্যেই  মিশকার ছেলে বীরকে গুম করার অপরাধে দীপাকে জেলে পাঠানো হয় দীপাকে।

বাংলা সিরিয়াল,Bangla Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,পাগল,Mad,নতুন চমক,New Twist,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

যদিও সেনগুপ্ত বাড়ির কেউই  বিশ্বাস করতে পারে না যে দীপা এই কাজটা করেছে। তাই থানায় গিয়ে দীপার কাছে ক্ষমাও চেয়ে নেয় কাকিয়া। এদিন জেলে দীপার সাথে দেখা করতে যায় জয়-ও। তবে এদিন দীপাকে জেলে পাঠানোর ষড়যন্ত্রের পিছনে ভিক্টর আর পৃথা  ছাড়াও বড় হাত রয়েছে মিশকার বাবা পারিজাত সেনেরও।

আরও পড়ুন: ফুলকির সেটেই জমিয়ে আইবুড়ো ভাত খেলেন কৌশাম্বি, ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা নায়িকার

তাই একদিকে অর্জুন যখন  দীপার সম্মান রক্ষা করতে না পেরে আফসোস করছে,তখনই লুকিয়ে হলেও সেলিব্রেশনে মত্ত পৃথা আর ভিক্টর। অন্যদিকে বাড়িতে সোনা-রুপা মায়ের জন্য কান্নাকাটি করছে। তবে এসবের মধ্যেই জেলে বসেই পালানোর প্ল্যান করে ফেলেছে দীপা। তাই জয় তার সাথে দেখা করতে আসলে দীপা জানায় এই পরিস্থিতি থেকে তাকে একমাত্র তবলাই বাঁচাতে পারবে।

এসবের মধ্যেই দেখা দেখা যায়, ভালো সাজতে পৃথা নিজে থেকেই বলে তার পরিচিত উকিল দিয়ে দীপার জামিন করানো সম্ভব। তখন অর্জুন-ও কোনো  কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়  এরপর দেখা যায় জেলের ভিতর আচমকাই পাগলামি শুরু করেছে দীপা। দেখে দর্শকদের একাংশের অনুমান এবার বোধ হয় সত্যিই মাথার গন্ডগোল দেখা দিয়েছে দীপার। আসলে এমনটা নয়,  জেল থেকে পালানোর জন্যই সম্ভবত এই ধরনের আচরণ শুরু করেছে দীপা।