সেই একই ফন্দি, মিশকার চালাকিতে আবার ফাঁদে পড়বে সূর্য-দীপা! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) সবথেকে জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa)। টিআরপি(TRP) তালিকায় প্রত্যেক সপ্তাহেই দুর্দান্ত রেজাল্ট করছে এই সিরিয়াল। প্রত্যেক পর্বেই দর্শকদের কাছে টানতে নিত্যনতুন টুইস্ট রাখছেন নির্মাতারা। এই মুহূর্তে ধারাবাহিকটি এমন পর্যায়ে রয়েছে, খুব শীঘ্রই সূর্য এবং দীপার মিল হতে চলেছে। আর দুজনের ভুল-বোঝাবুঝি মিটিয়ে মিল দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকেরা।

এদিনের পর্বে দেখানো হয়, সূর্য বাবা হতে পারবে নাকি পারবে না এটা জানার জন্য ডাক্তারের কাছে টেস্ট করাতে আসে। সেখানে মিশকা ল্যাবরেটরির ডাক্তারকে রীতিমত বন্দুক দেখিয়ে ভয় দেখায় যাতে সে ভুল রিপোর্ট দেয়। এই বিষয়টা যে খুব অন্যায় কাজ সেটা ওই ডাক্তার জেনেও প্রাণের ভয়ে ওই কাজ করতে রাজি হয়ে যায়।

এদিকে সূর্য জানতে পারে কবির কোনোদিন বাবা হতে পারবে না। বিদেশে চিকিৎসা করতে যান তারা। এমনকি দেশে ফিরে চিকিৎসা করেও কোনো কাজ হয়নি। এই খবরটা জেনেই জয়কে ফোন করে সূর্য। তখন সূর্যর মনে পড়ে যে কবির তাকে বলেছিল দীপা তার বোন হয়। এরপরেই জয়ের সাথে পরামর্শ করে ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নেয় সূর্য।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

তবে এই কথাটা সূর্য এবং জয়ের মধ্যেই যাতে থাকে। কেউ যাতে জানতে না পারে। এরপরেই সূর্য দীপার বাড়ি গিয়ে সোনা-রুপার চুল বেঁধে দেওয়া, নখ কাটার নাম করে স্যাম্পেল নিয়ে নেয় সূর্য। তারপরে সব টেস্ট করার জন্য চলে আসে। এটা যাতে কোনোদিন মিশকাও জানতে না পারে। তবে এবার সত্যি কি তাহলে সব জোট খুলে যাবে? সত্যি  সূর্য দীপার? এইটা দেখার জন্য অপেক্ষা করেছেন দর্শকেরা।

Avatar

Papiya Paul

X