পার্থ সারথি মান্না, কলকাতাঃ ষ্টার জলসার পর্দায় যে সমস্ত মেগা সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম একটি ‘অনুরাগের ছোঁয়া’। সূর্য-দীপার কাহিনী দিয়ে শুরু হলেও এখন সোনা-রুপাই গল্পের কেন্দ্র। আর পাঁচটা ধারবাহিক যেখানে টিআরপির অভাবে ৬ মাসেই শেষ হচ্ছে সেখানে এই মেগা ইতিমধ্যেই তিন বছর পেরিয়েছে। আর তারপরই জানা যাচ্ছে ফের লিপ নিচ্ছে গল্প।
আবারও লিপ নিচ্ছে অনুরাগের ছোঁয়া
সম্প্রতি চ্যানেলের তরফ থেকে একটি প্রোমো সামনে আনা হয়েছে। সেখানেই দেখা হচ্ছে নতুন করে ক্যাটারিংয়ের ব্যবসা শুরু করেছে দীপা। কিছু মহিলা কাজ করছে আর দীপা নিজে রান্না করছে। হোলিতে খাবারের অর্ডার পেয়েছে সেই রান্নাই চলছে। এদিকে সূর্য হুইল চেয়ারে বসে আর তাকে নিয়ে রান্না ঘরে আসছে সোনা।
সোনা মায়ের কাছে বাবাকে নিয়ে এলে দীপা প্রথমে বলে, সবাই বাইরে দোল খেলছে বাইরে যেতে। এরপর দীপাকে রং খেলার জন্য ডাকলে সে পরে যাচ্ছে বলে না করে দেয়। তারপরই মনে মনে বলে কোথায় চলে গেলি রুপা? তোকেছাড়া যে আমার জিওবনের সবটাই রংহীন। এর ঠিক পরেই দেখা যাচ্ছে রুপাকে। সে ঠাকুরের কাছে প্রণাম করে মনে মনে বলছে, ‘তুমি তো জানো ঠাকুর মা আর রুপার জন্য অপেক্ষা করে না।’
ফের পাল্টে যাচ্ছে সোনা-রুপা
সূর্য ও দীপা এক থাকলেও যেহেতু সোনা ও রুপা দুজনেই বড় হয়ে গিয়েছে তাই তাদের চরিত্রে নতুন অভিনেত্রীদের দেখা মিলেছে। তবে টুইস্টের এখানেই শেষ নয়। যারা নিয়মিত দর্শক তারা জানেন। ধারাবাহিকে আবারও ফিরে এসেছে মস্তিষ্ক। আর এসেই খুনের দায় চাপিয়ে দিয়েছে রুপার উপরে। দীপাও বলে মেয়েকে পুলিশ খুঁজে আনলে সে নিয়েই পুলিশের হাতে তুলে দেবে। তাই মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছে সে।
আরও পড়ুনঃ কত হল PF এর নতুন সুদের হার? কর্মীদের মুখে হাসি ফোটালো EPFO
সোনা-রুপা চরিত্রে অভিনয় করবেন কারা?
যেমনটা জানা যাচ্ছে নতুন রুপা হিসাবে পর্দায় দেখা যাবে সংহিতা বন্দ্যোপাধ্যায়কে। এটাই অভিনেতীরর প্রথম মেগা। অন্যদিকে সোনার চরিত্রে দেখা যাবে নিশা পোদ্দারকে। নিশা অবশ্য এর আগেও একাধিক সিরিয়ালে কাজ করেছেন। এখানে আকাশ নীল, দেবী ইত্যাদি মেগাতে দেখা গিয়েছিল তাকে। এখন দর্শকদের দুজনের অভিনয় কেমন লাগে সেটাই দেখার।