Anurager Chowa

দীপার সন্তান রূপা, জেনে গেছে সূর্য, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম ট্র্যাক

আর পাঁচটা সিরিয়ালের (Bengali Serial) মত পরকীয়ার ট্র্যাকে না হেঁটে নায়ক নায়িকার মান অভিমান দিয়েই সাজানো হয়েছে এই সিরিয়ালটি। তাতে টিআরপি-ও (TRP) আসছে দারুন। আর তার সাথে সোনা রূপার ম্যাজিক তো আছেই। সবে মিলিয়ে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) এখন সাফল্যের শীর্ষে রয়েছে।

যারা নিয়মিত ধারাবাহিকটি দেখছেন তারা অনেক দিন ধরেই সূর্য দীপার মিলনের অপেক্ষা করছেন। সেই সুখবর এখনই পাওয়া যাবে কি না জানা নেই, তবে একটা বড় ধামাকা কিন্তু আসতে চলেছে। কারণ একটা বড় সত্যির মুখোমুখি হতে চলেছে সূর্য।

একথা তো সকলেই জানেন যে, সূর্য সোনাকে আমেরিকা নিয়ে যেতে চাইলে মাঝরাস্তায় অসুস্থ হয়ে পড়ে সোনা। এমতাবস্থায় ডাক্তার জানায়, ওকে তার প্রিয়জনের কাছেই রেখে আসবে। আর সেই প্রিয়জন আর কেউ নয়, সোনার ফুল মা দীপা। সূর্য একপ্রকার বাধ্য হয়েই দীপার কাছে মেয়েকে রেখে আসে।

সেখানে দুই মেয়ে মিলে দারুন মজায় দিন কাটাচ্ছে। দীপার আদরে ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছে সোনা। এমনকি সোনা-রূপার দিভাই অর্থাৎ রায় বাঘিনী লাবণ্য সেনগুপ্তর সাথে হট চকলেটও খেতে যায় দুজনে। আর তারপরেই ঘটে যায় বড় ঘটনা।

আগামী পর্বেই আপনারা দেখতে পাবেন, স্কুলে গিয়ে হঠাৎ করেই রূপা অসুস্থ হয়ে পড়ে আর সেখানে গিয়ে হাজির হয় সূর্য। সে টিচারকে বলে, রূপাকে হাসপাতালে ভর্তি করতে হবে। আর তখনই এক টিচার বলে ওঠে, রূপার মা দীপা সেনগুপ্তকে খবর দিতে হবে।

এটা শুনে চমকে যায় সূর্য। রূপার অ্যাডমিশন ফর্ম দেখতে চেয়ে সে জানতে পারে রূপা আসলে দীপারই মেয়ে। এখন দেখার বিষয় এই যে, এরপর কী করবে সূর্য। রূপাকে কবীরের মেয়ে ভেবে দূরে ঠেলে দেবে? নাকি সত্যির কাছাকাছি আসবে সে? জানতে হলে অবশ্যই দেখুন ‘অনুরাগের ছোঁয়া’।

 

Avatar

Moumita

X