শ্রী ভট্টাচার্য, কলকাতা: জন্মক্ষণে মানবাত্মার মাঝে পরমাত্মার যে উপস্থিতি, তা হৃদয়ের অন্তঃস্থলে রয়ে যায় আজীবন। নিজের জন্মদিনে অনন্ত উপলব্ধি অপরাজিতার (Aparajita Auddy)। স্লিভলেস ব্লাউজ ও শাড়ি পড়ে পরমাত্মাকে অভিনেত্রীর বেশ কিছু কথা ভাইরাল হয়ে গিয়েছে ইনস্টাগ্রামে।
অপরাজিতা আঢ্য সম্প্রতি মহাকুম্ভ থেকে ফিরেছেন, যেখানে তিনি গুরু শিবিরে ত্রিবেণী সঙ্গমে স্নান করে আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করেছেন। কাকতালীয়ভাবে, তিনি তাঁর জন্মদিনের ঠিক আগেই ফিরে এসেছেন। এই বছর, তাঁর জন্মদিন উদযাপনটি কিছুটা অনন্য। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ বান্ধবী সেদিন তাঁকে দেবীজ্ঞান পুজো করেন। আর তা দেখেই হুলুস্থূল নেটমাধ্যমে। অপরাজিতার শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, বান্ধবী প্রদীপ এবং ফুলের পাপড়ি দিয়ে পুরো ঘর সাজিয়ে দিনটিকে নিখুঁত করে তুলেছিলেন। বান্ধবীর হাত ধরে ঘরে প্রবেশ করার সময় অপরাজিতা অবাক। পথটি সুন্দরভাবে গাঁদা এবং গোলাপের পাপড়ি দিয়ে সজ্জিত ছিল এবং তিনি আসন গ্রহণের আগে তাঁর উপর দিয়ে হাঁটছিলেন। প্রথমে অভিনেত্রীর মাথায় গঙ্গা জল দিয়ে অভিষেক করা হয় এবং তাঁকে ফুল দিয়ে মালা পরানো হয়। এরপর, বান্ধবী তাঁকে আরতি করেছিলেন এবং ফলের একটি প্লেটও অর্পণ করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় সেই মোক্ষম মুহূর্তের ক্লিপ পোস্ট করে অভিনেত্রী লিখলেন, ”জন্মক্ষণে মানবাত্মার মাঝে পরমাত্মার যে উপস্থিতি, তা হৃদয়ের অন্তঃস্থলে রয়ে যায় আজীবন। জন্মক্ষণের সেই লগ্ন যখন ফিরে ফিরে আসে তখন হৃদয়ের মাঝে মনবাত্মা ও পরমাত্মার মেলবন্ধনে যে উৎসব, তারই আয়োজন হয়ে আসে জন্মদিন। “এমন মানব জনম রইল পতিত, আবাদ করলে ফলত সোনা ।।”- আর তাই মানবজন্মের মতন সমাদরের আর কিছুই নেই, যে জন্মে প্রতি মুহূর্তে থাকে নির্বাচন করে নেওয়ার শক্তি, সেই শক্তির স্বরূপ মহাবিশ্বে ব্যাপ্ত, তিনিই ঈশ্বর; সেই ঈশ্বরের প্রতি আমার বন্ধু সোমা অর্ঘ্য জ্ঞাপন করল আমার জন্মদিনে; আর পাশে পেলাম আরও এক ঐশ্বরিক শক্তিকে, যার স্বরূপ আমার পরিবার….এ উপহার আমার জন্ম লগ্নে কোমল স্পর্শ হয়ে রইল আজীবন… এই তো পাওয়া, এই তো জীবন… ঋদ্ধতা পাথেয় হয়ে রয় নিরন্তর।।” অভিনেত্রীর বান্ধবীর এমন কান্ডে অবাক অপরাজিতার ফ্যানেরাও।
View this post on Instagram