Aparajita Adhya

Additiya

ঋতুকালীন সময়ে অপরাজিতাকে টয়লেট ব্যবহার করতে দেননি গার্গী রায় চৌধুরী, বিস্ফোরক মন্তব্য ‘লক্ষী কাকিমা’র

ছোটপর্দা (Bengali Serial) থেকে শুরু করে বড়পর্দা (Tollywood)। সর্বত্রই অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অপরাজিতা আঢ‍্য (Aparajita Adhya)। দিনের পর দিন বেড়েই চলেছে তাঁর জনপ্রিয়তা। তবে একটা সময় নাকি টলিউডের এক নামি অভিনেতা বিরোধিতা করেছিলেন তাঁর অভিনয়ের। তবে পরবর্তীতে তারই স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী।

   

একটা বা দুটো নয় ২৫ টা বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন তিনি। তবে জন্ম থেকেই কঠিন লড়াইয় করে বড় হয়েছেন অভিনেত্রী। আর সে কারণেই তাঁর মা অপরাজিতা নাম রেখেছিলেন অভিনেত্রীর মা। বহুবার সাক্ষাৎকারে অভিনেত্রী শুনিয়েছেন তাঁর জীবন যুদ্ধের গল্প।

শোনা যায়, অভিনেত্রীর জন্মের আগেই হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাঁর বাবার কারখানা। মানসিক অবসাদ ঘিরে ধরে তাঁর পরিবারকে। সেই পরিস্থিতিতেই হঠাৎ একদিন তাঁর মায়ের লেবার পেইন শুরু হয়। খুঁজে পাওয়া যায়নি ট্যাক্সি। একপ্রকার বাধ্য হয়েই বাসে উঠে পড়েন তিনি।

বিনোদন,টলিউড,অপরাজিতা আঢ‍্য,গার্গী রায়চৌধুরী,Entertainment,Tollywood,Aparajita Adhya,Gargee Roychowdhury

হাসপাতালে পৌঁছানোর আগে বাসেই জন্ম হয় অভিনেত্রী। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন বাঁচার খুব একটা সম্ভাবনা নেই তাঁর। তবে জীবনযুদ্ধে জয় পান তিনি। নাম রাখা হয় অপরাজিতা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী।

বিনোদন,টলিউড,অপরাজিতা আঢ‍্য,গার্গী রায়চৌধুরী,Entertainment,Tollywood,Aparajita Adhya,Gargee Roychowdhury

জীবনে নানান ওঠাপড়া থাকলেও বারো বছর পূর্বের একটি ঘটনা আজও ভুলতে পারেননি এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন তিনি। আজ থেকে প্রায় ১২ বছর আগের ঘটনা। গার্গী রায়চৌধুরীর সঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি।

বিনোদন,টলিউড,অপরাজিতা আঢ‍্য,গার্গী রায়চৌধুরী,Entertainment,Tollywood,Aparajita Adhya,Gargee Roychowdhury

অভিনেত্রীর মেকআপ রুমে ছিল না টয়লেট রুম। এদিকে মেনস্ট্রুয়েশন হয়েছিল অভিনেত্রী। ফলে স্টুডিওর পাবলিক টয়লেটে যাওয়া মোটেও সম্ভব ছিল না অপরাজিতার পক্ষে। কিন্তু গার্গীর মেকআপ রুমে ছিল টয়লেট। কিন্তু সেই টয়লেট নাকি তিনি ব্যবহার করতে দেননি অপরাজিতাকে। আর এই ঘটনায় কখনই ভুলতে পারবেন না অপরাজিতা।