April Holidays: বাজল ছুটির ঘণ্টা। কি আপনারা রেডি তো? ভ্যাকেশনে যাওয়ার জন্য। এপ্রিল মাসে কবে কবে ছুটি থাকছে, লিস্ট সামনে এনে ইতিমধ্যেই জানিয়ে দিল নবান্ন। বাংলা নববর্ষ থেকে শুরু করে একের পর এক উৎসব রয়েছে এপ্রিলে। রয়েছে একাধিক ছুটির দিন। বন্ধ থাকতে চলেছে স্কুল, কলেজ, ব্যাঙ্ক এবং অফিসও। শনি ও রবি ছেড়ে, ব্যস্ততা ভুলে ছুটি খাওয়ার সময় আগত। ঘুরে আসবেন ভাবছেন, তাহলে চলুন দেখে নিই কবে কবে ছুটির তারিখ পড়ছে?
কবে কবে ছুটি থাকছে সরকারি কর্মীদের?
রাজ্য সরকারি অফিসগুলিতে মোট তিনদিন ছুটি রয়েছে আসন্ন পয়লা বৈশাখের সপ্তাহে। তার আগে এই চলতি সপ্তাহের শনি ও রবিবারও থাকছে। সেটা আগে ধরে নিন।
- সোমবার: ড. বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষ্যে ছুটি।
- মঙ্গলবার: বাংলা নববর্ষের কারণে ছুটি।
- শুক্রবার: গুড ফ্রাইডে উপলক্ষ্যে ছুটি।
বুধ ও বৃহস্পতিবার যদিও ছুটি নেই। কিন্তু তারপর আবার শনি ও রবিবারও রয়েছে ছুটি। এবার দেখুন বুধ ও বৃহস্পতিবার একটু লিভ নিতে পারলেই বাজিমাত। সব মিলিয়ে টানা নয় দিন ছুটি নিয়ে বেরিয়ে পড়ুন। ব্যাগ গুছিয়ে হাঁটা দিন। ঘুরে আসুন। যদিও সরকারি কর্মীদের ছুটির নিয়ম অনুযায়ী টানা ছ’দিনের বেশি ছুটি নেওয়া চাপের। ক্যাজুয়াল লিভ অর্থাৎ CL নেওয়া যায়না। সেক্ষেত্রে আর্নড লিভ বা EL নিতে পারেন।
আরও পড়ুন: পকেটে ৩০ টাকা থাকলেই পৌঁছে যাবেন দীঘা, জোড়া লোকাল ট্রেন চালু করল দক্ষিণ-পূর্ব রেল, রইল টাইমটেবিল
অনলাইনেই করুন আর্নড লিভ বা EL আবেদন
সিএল নিলে ছুটির জন্য আগাম আবেদন করতে হয় না। কিন্তু ইএল-এর ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া জরুরি। এর জন্য আগাম আবেদন করতে হয়। আপনি এটি অনলাইনেই করতে পারেন। এর জন্য সরকারি কর্মীরা এইচআরএমএস পোর্টালে ভিজিট করুন। জরুরি তথ্য শেয়ার করে আবেদন করে ফেলুন।
দেখুন, আপনার ছুটি নেওয়া নিয়ে সরকারের কোনও বিরোধ নেই। আপনার ছুটি নেওয়া আপনার অধিকার বলেই দাবি করে সরকার। এই তো এদিন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন এমনটাই। তাঁর দাবি, প্রত্যেক কর্মচারীর প্রাপ্য ছুটি নেওয়ার বিষয়টা তাঁর নিজ অধিকারের মধ্যে পড়ে। সেই অধিকার কখনোই কেড়ে নিতে পারে না সরকার।