নিউজশর্ট ডেস্কঃ আরজি করের ঘটনা নিয়ে তোলপাড় বাংলা। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরাও রাস্তায় নেমেছেন প্রতিবাদে। তিলোত্তমার সাথে হওয়া ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে নারী সুরক্ষা ও নিরাপত্তার অভাব। সেই কারণেই এবার মুখ খুলেছেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। সোশ্যাল মিডিয়াতে তাঁর পোস্ট হু হু করে ভাইরাল হয়ে পড়েছে। যদিও অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়নি, তবে নারী সুরক্ষার জন্য রাস্তায় নেমে বড় স্টেপ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
‘আত্মজজজ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, ‘দয়া করে আমায় আগেই যা বোঝানোর বুঝিয়ে দিন। রাস্তায় নামলে আর কিছু বুঝব না।’ মুহূর্তের মধ্যেই সর্বত্র ছড়িয়ে পরে সেই বার্তা। অফিসিয়াল পেজ থেকে না পাওয়া গেলেও নেটিজেনদের অনেকেই বিশ্বাস করেন এটা তাঁরই পেজ। যদিও সেটা নিয়ে বির্তক চলছে। তবে তার মাঝেই হাজির হল নতুন একটি অডিও বার্তা।
এদিন ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কিছুজনের মধ্যে মিটিং চলছে। যেখানে “Whoami” নামের প্রোফাইল থেকে ইংরেজিতে বার্তা দেওয়া হয়েছে। গলাটা শুনে মনে হচ্ছে অরিজিৎ সিংই এই বার্তা দিয়েছেন এমনটাই মনে করছেন নেটিজেনরা। সেই বার্তার সারমর্ম হল, ‘আমি এখন কোনোকিছুই বলছি না শুধু সেটআপ করছি। কারণ কিছু বলার আগে আমাকেও জানতে হবে যে কি বলতে হবে, শব্দগুলো কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা আমি জানি। ততক্ষণ…।
যদিও এই ভিডিও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে ইতিমধ্যেই ভিডিওটি সুপার ভাইরাল হয়ে পড়েছে। এমনকি ভক্তদের অনেকের মতে, ‘কারা যেন বলছিল এটা ফেক অ্যাকাউন্ট? ভাবলেও অবাক হয়ে যাই, আসল ঘটনা ছেড়ে অ্যাকাউন্ট আসল না নকল সেই নিয়ে যত মাথাব্যথা। কোথায় আজ তারা?’
আরও পড়ুনঃ ‘দেব-জিৎকে সেলিব্রিটি বলতে পারছি না!’, টলিউড ইন্ডাস্ট্রির বেহাল দশা নিয়ে মুখ খুললেন কৌশিক-লাবণী
প্রসঙ্গত, এর আগেও একটি ভিডিও নেটপাড়ায় বেশ ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল কোনো এক শোয়ের মঞ্চ থেকে ‘আন্টি রেপ’ সংগঠনের লোগো প্রকাশ করেছিলেন তিনি। সেই ভিডিওটিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছিল। তবে সেবারেও অফিসিয়াল পেজ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।