বিনোদন,বলিউড,টলিউড,অরিজিৎ সিং,গায়ক,গান,সুনিতা লাহিড়ী,Bollywood,Entertainment,Arijit Singh,Sunita Lahiri,Singer,Music

Moumita

আবারও চর্চায় অরিজিৎ সিং, স্কুল পরিদর্শনে গিয়ে প্রাক্তন শিক্ষিকাকে প্রণাম করে আশীর্বাদ নিলেন অরিজিৎ সিং

টলিউড থেকে বলিউড তার কণ্ঠের জাদুতে বিমোহিত হয়ে আছে সবাই। তাকে সরস্বতির বরপুত্র বললেও অত্যুক্তি হবে না। বলিউডের জনপ্রিয় গায়ক স্বয়ং সোনু নিগম একবার বলেছিলেন, ‘আমি নিজেকে গানে ১০-এ পাঁচ দেব। আর অরিজিৎকে আট দেব।” আজ তার নাম পৌঁছে গেছে দেশ থেকে বিদেশে। কিন্তু এই মানুষটার পা আজও রয়ে গেছে সেই মাটিতেই। খ্যাতির শীর্ষে বসেও বারংবার ফিরে এসেছেন নিজের জন্মভূমিতে।

   

এইমুহুর্তে তিনি বলিউডের খ্যাতনামা নাম হলেও বারবার ছুটে আসেন নিজের বাড়ি বহরমপুরে। সম্প্রতি বিদেশের মাটিতে ছেয়ে গেছে তাঁর নাম। মুম্বইয়ের আন্ধেরিতে তার বাড়ি থাকলেও ছেলেকে ভর্তি করেছেন বহরমপুরেরই এক স্কুলে। এই মানুষটাই ফের আরো একবার চর্চায় উঠে এসেছেন তাঁর সরলতায় ভরা সাদামাটা ব্যবহারের জন্য। সম্প্রতি আশীর্বাদ নিতে পৌঁছে গেলেন নিজের প্রাক্তন ইংরেজি শিক্ষিকা সুনিতা লাহিড়ীর কাছে।

গত বৃহস্পতিবার আচমকাই পৌঁছে গেলেন নিজের প্রাক্তন স্কুল রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরে। সেখানে পৌঁছেই প্রণাম করলেন ইংরেজি শিক্ষিকাকে। কথা বললেন সকলের সাথে। সুনিতা দেবীও নিজের প্রিয় ছাত্রকে দেখে স্নেহমাখা হাত ছুঁইয়ে আশীর্বাদ করলেন। পুরোনো দিনের মধুর স্মৃতিতে ফিরে গেলেন দুই শিক্ষিকা-ছাত্র। সুনিতা দেবির কথাতেই জানা গেলো অরিজিৎ-এর ছোটোবেলার কথা। শিক্ষিকার কথায়, “ছাত্রজীবন থেকেই অরিজিতের স্বভাব, কথা বলার মিষ্টতা, সবার সঙ্গে মেশার মানসিকতা আমাদের মুগ্ধ করত। এখন সাফল্যের শীর্ষে থেকেও সে একটুও বদলায়নি।”

জানিয়ে রাখি মাস দুয়েক আগেই স্কুল পরিচালন সমিতির সভাপতি করেছে তাঁরই প্রাক্তন স্কুল কর্তৃপক্ষ। এবং এরপর থেকেই গায়কের প্রধান দায়িত্ব হয়ে উঠেছে স্কুল তথা এলাকার পরিকাঠামো এবং স্কুলের উন্নয়ন দেখা। শুধু তাই নয়, ইতিমধ্যেই একাধিক চিন্তাভাবনাও শুরু করে দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য জানান, “অরিজিৎ সিং পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে স্কুল প্রাণ ফিরে পেয়েছে। সবার সঙ্গে তার খোলামেলা ব্যবহার আমাদের মুগ্ধ করেছে। আমরা চাই অরিজিতের হাত ধরে রাজা বিজয় সিং বিদ্যামন্দির খ্যাতির শিখর ছুঁয়ে ফেলুক।”