গতকাল ছিল বাঙালির দোল পূর্ণিমা (Dol Purnima)। এইদিন দোলের বাহারি আবির মেখে বন্ধুবান্ধবের সঙ্গে মেতে ওঠার দিন। সাধারণ মানুষ থেকে শুরু করে টলিপাড়ার তারকা, সবাই মেতে উঠেছিল সবাই। আর অরিজিৎ সিং-র (Arijit Singh) তো আবার দোল প্রিয় উৎসব। দোল পূর্ণিমার আনন্দটাই অপূর্ণ তাকে ছাড়া, বা বলা ভালো তার গান ছাড়া।
তবে এসব ক্ষেত্রে বলিউডের পার্টি থেকে শতহস্ত দূরে তিনি। সে ডিজেতে তার গান বাজতেই পারে, কিন্তু তিনি সশরীরে সেখানে উপস্থিত নেই। অরিজিৎ সিং-এর কাছে জিয়াগঞ্জে কাটানো দোলের স্মৃতিটুকুই অমলিন। সেটাই আজও আঁকড়ে রয়েছেন তিনি।
এবার দেখা গেল সেই একই ছবি। কখনও গিটার হাতে রঙ সাগরে ডুব দিলেন। তো কখনও আবার নমসংকীর্তনে হারিয়ে গেলেন। বাহারি রঙের মেলায় এরকমই কিছু টুকরো টুকরো ছবি ভেসে উঠলো অরিজিৎ সিং-র সোশ্যাল মিডিয়ার দেওয়ালে।
দেখা গেল সাদা পাঞ্জাবি আর জিন্স পরে নিজের এলাকারই কোনো বনেদি বাড়ির চৌকাঠে বসে অরিজিৎ। পাড়া প্রতিবেশীরা এসে আবিরে রাঙিয়ে দিল তাকে। আর সেই অবস্থাতেই ডুব দিলেন স্মৃতির সাগরে। গিটারে তুলে আনলেন নানা সব সুর। আর সেভাবেই মিশে গেলেন আসপাশের মানুষের সাথে।
এইদিন নিজের লেখা এবং কম্পোজ করা গান দিয়েই বাঙালিকে দোল পূর্ণিমার শুভেচ্ছা আর অভিনন্দন জানালেন অরিজিৎ। বলিউড যেখানে প্রি প্ল্যানড এবং স্ক্রিপ্টেড দোল পার্টিতে মত্ত, অরিজিৎ সেখানে মেতে উঠেছেন তার নিজের মানুষগুলির সঙ্গে।
পাড়ার বন্ধুদের নিয়ে মাটির কাছাকাছি দোলের উদযাপনে ব্যস্ত অরিজিৎ। তবে জানিয়ে রাখি, এই ভিডিওটি আসলে অরিজিৎ-র গত বছর মুক্তি পাওয়া সিঙ্গল ‘ইয়াদে ওয়াহি’-র ঝলক। বড্ড স্পেশাল এই ভিডিও। কারণ মিউজিক ভিডিয়োর প্রোডাকশন ডিজাইন থেকে কাস্টিং এমনকি আর্ট ডিজাইনেরও অংশ থেকেছেন গায়কের স্ত্রী কোয়েল। স্বামী স্ত্রীর এই রঙিন প্রচেস্টা মুগ্ধ করেছে সবাইকে।