বলিউড(Bollywood) হোক অথবা টলিউড (Tollywood)। গানের জগতে অন্যতম নাম অরিজিৎ সিং(Arijit Singh)। দিনের পর দিন বেড়েই চলেছে এই সংগীত শিল্পীর ভক্তের সংখ্যা। তাঁকে একবার সামনে থেকে দেখতে মুখিয়ে থাকেন ভক্তরা। এই সংগীত শিল্পীর কনসার্টের টিকিটের দাম কয়েক হাজার টাকা। কিন্তু এত কিছুর পরেও একেবারেই সাদামাটা জীবন যাপন পছন্দ করেন সকলের প্রিয় অরিজিৎ।
রোমান্টিক সং হোক অথবা স্যাড সং, তাঁর কন্ঠের জাদুতে খুব সহজেই হিট হয়ে যায় সেই গান। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে ৫৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এর সেরা পুরুষ গায়কের পুরস্কার। বলিউডের পাশাপাশি টলিউড ছবিতেও একাধিক গান গেয়েছেন তিনি।
‘মার্ডার টু’ ছবির ‘ফির মহব্বত’ গান দিয়ে শুরু করেছিলেন বলিউড যাত্রা। যদিও সে সময় সেভাবে খ্যাতি পাননি তিনি। এরপর ‘আশিকি টু’ ছবিতে গান গেয়ে ভক্তদের মনে একেবারে পাকাপাকি ভাবে জায়গা করে ফেলেন এই গায়ক। একের পর এক গান গেয়ে তিনি মুগ্ধ করেছেন ৮ থেকে ৮০ সকলকেই। তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বি। কিন্তু তারপরও কেন এত সাধারন থাকেন এই শিল্পী। জানলে অবাক হবেন আপনিও।