Arnab Banerjee Ipshita Mukhergee getting Divorced says actor

Partha

রেজিস্ট্রিতেই ইতি, সামাজিক বিয়ের আগেই বিচ্ছেদ অর্ণব-ইপ্সিতার! কারণ ফাঁস করলেন খোদ অভিনেতা

নিউজশর্ট ডেস্কঃ টেলিপাড়ার অর্ণব-ঈপ্সিতা জুটি সম্পর্কে সকলেই জানে। ‘আলো ছায়া’ সিরিয়ালে বৌদি চরিত্রে ছিলেন ঈপ্সিতা মুখোপাধ্যায় আর দেওরের চরিত্রে ছিলেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। তবে বাস্তবে তাদের মন দেওয়া নেওয়া হয়ে গিয়েছিল। তাই আইনি বিয়েটাও সেরে ফেলেছিলেন দুজনে। কথা ছিল শীঘ্রই সামাজিক বিয়েটাও করবেন, কিন্তু সেটা আর হল না।

বিচ্ছেদের পথে অর্ণব-ঈপ্সিতা 

   

কর্মসূত্রে আলাপ, সেই থেকেই প্রেম। এরপর ‘দিদি নং ১’ এর মঞ্চেই প্রেমের খবর ফাঁস হয়। তারপর ২০২২ সালের জানুয়ারি মাসে আইনি বিয়ে সারেন দুজনে। কিন্তু কিছুদিন পর সমস্যা শুরু হয়। যদিও সেবার ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও সব ঠিক থাকে হয়ে গিয়েছিল। কিন্তু এবার আর সেটা হল না। বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ছিলই, সেই খবরেই সিলমোহর দিলেন খোদ অভিনেতা।

সংবাদ মাধ্যমের কাছে অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় জানান, ‘খবরটা সত্যি। আমাদের ডিভোর্সটা হচ্ছে। আগেও একবার আমাদের ছাড়াছাড়ি হয়েছিল। সেবার চেষ্টা করেছিলাম, সব ঠিক হয়েছিল। কিন্তু আর হল না, ডিভোর্স ফাইল হয়ে গিয়েছে। এমাসেই আমরা আইনিভাবে একেঅপরের থেকে আলাদা হয়ে যাব। কিছুদিন পরেই মামলার শেষ শুনানি হবে’।

arnab ipshita

আরও পড়ুনঃ ছদ্মবেশ নিয়েও ব্যর্থ, ভিলেন ইরার কাছে হাতেনাতে ধরা পড়বে দীপা? ফাঁস অনুরাগের ছোঁয়ার আগাম পর্ব

সামাজিক বিয়ের প্রসঙ্গে এর আগে ইপ্সিতাকে জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, আইনি গে সামাজিক বিয়ে নিয়ে জিজ্ঞেস করায় ইপ্সিতা বলেছিলেন, ‘আইনি বিয়ে তো হয়েই গিয়েছে। সামাজিক বিয়ের দিনক্ষণ এখনও কিছু জানি না। আগের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, নিজেকে সম্পূর্ণ তৈরি করেই সামাজিক বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা যেন কখনও একটা বাড়তি চাপ না হয়ে যায়’।

প্রসঙ্গত, অর্ণব-ঈপ্সিতার মাঝের দাম্পত্যের সমস্যা আগেও একবার হয়েছিল। সেই সময় শোনা গিয়েছিল পরকীয়ায় মেতেছিলেন অতিনেতা। যার জেরেই ঝামেলার সৃষ্টি হয়। এরপর সব ঠিক হয়ে যায় জামাইষষ্ঠীতেওঁ দেখা গিয়েছি অভিনেত্রীর পরিবারের তরফ থেকে আপ্যায়ন করা হয়েছিল। কিন্তু তারপরেই বিচ্ছেদের খবর আসায় মন খারাপ ভক্তদের।