Arijit

এই তরুণ ক্রিকেটারকে টি-২০ বিশ্বকাপের দলে রাখার দাবি শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে

আর কয়েক মাসের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। হাতে আর তিন মাস এরও কম সময়। ইতিমধ্যেই দল গঠনের কাজ শুরু হয়ে গিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রতিটি সিরিজে দেখে নেওয়া হচ্ছে একাধিক ক্রিকেটারকে।

   

একদিকে যেমন অভিজ্ঞ দীনেশ কার্তিককে দলে রেখে বারে বারে পরীক্ষা করছে ভারত। তেমনই একাধিক তরুণ ক্রিকেটারকেও বারে বারে দেখে নেওয়া হচ্ছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন তরুণ বাঁহাতি জোরে বোলার অর্শদ্বীপ সিং।

অনেকে মনে করছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের অর্শদ্বীপ সিং সুযোগ পাবেন। কারণ এখনো পর্যন্ত দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছে অর্শদ্বীপ সিং। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৮ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২৪ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন অর্শদ্বীপ সিং। অর্শদ্বীপের এই পারফরম্যান্স দেখার পরে অনেকে তাকে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্তি করার দাবি জানাতে শুরু করেছেন।