Arijit

ইডেনে গিয়ে বাংলার কোচের পদ থেকে ইস্তফা দিয়ে এলেন অরুণ লাল

গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলা দল। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হতে না পারলেও ২০২০ সালে কোচ অরুণ লালের হাত ধরে রানার্স আপ হয় বাংলা। আর এবার সেমিফাইনালে পৌঁছেছিল বাংলা দল। দুর্ভাগ্যবশত রঞ্জি জেতা হয়নি বাংলা দলের। তবে কোচ অরুন লালের তত্ত্বাবধানে বাংলা দল যে পারফরম্যান্স করেছে তা মন জিতে নিয়ে এসে সমগ্র ভারতবাসীর।

   

এ বারের রঞ্জিতে মধ্যপ্রদেশের কাছে সেমিফাইনালে হেরে যায় বাংলা। মরসুম শেষ হতেই বাংলার কোচ বদল হবে এমন একটা হাওয়া উঠেছিল। সিএবি-র তরফে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া না হলেও অরুণ লাল নিজেই সিএবি তে গিয়ে বাংলা দলের দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে আসেন।

অরুণ লাল বললেন, “আমি ক্লান্ত। ন’মাস ধরে এই দায়িত্ব সামলানো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। শারীরিক ভাবে আমি আর পারছি না। তাই সিএবি-কে জানিয়ে দিয়েছি যে আমি আর বাংলার কোচ হিসাবে থাকতে চাই না।”