পার্থ সারথি মান্না, কলকাতাঃ ইন্ডিয়ান আইডল এর দৌলতে পবনদীপ রাজনকে চিনেছে গোটা দেশ। সিজেন ১২ এর বিজেতা হয়েছিলেন উত্তরাখণ্ডের পবনদীপ। তবে তার সাথে আরও একজন বিখ্যাত হয়েছিলেন তিনি হলেন বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলাল (Arunita Kanjilal)। দুজনের মধ্যেকার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল, এমনকি তাদের মধ্যে প্রেম হয়েছে বলেও খবর ছড়িয়ে পরে। যদিও দুজনে একেঅপরের ভালো বন্ধু বলেই পরিচয় দিয়েছেন সর্বদা।
অ্যাকসিডেন্টের সম্মুখীন পবনদীপ
সম্প্রতি গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন পবনদীপ। গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন। খবর পাওয়া মাত্রই ভক্তরা তাঁর দ্রুত সেরে ওঠার জন্য প্রার্থনাও করেছিলেন। তবে এরপর বেশ কিছুদিন পেরিয়েছে অনেকেই পবনদীপের সাথে গিয়ে দেখাও করে এসেছেন। কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের তালিকায় নেই বন্ধু অরুণিতা। তাই এবার সোশ্যাল মিডিয়াতে তীব্র সমালোচনার মুখে পড়তে হল গায়িকাকে।
নেটপাড়ায় কটাক্ষের মুখে অরুণিতা
যেমনটা জানা যাচ্ছে, অ্যাকসিডেন্টের পর কেন পবন্দীপকে নিয়ে কিছু বলেননি বা কেন তাঁর সাথে হাসপাতালে দেখা করতে যাননি একবারও অরুণিতা? এই নিয়ে শুরু হয়েছে ট্রোলিং। কেউ ‘স্বার্থপর’ বলে কটাক্ষ করেছেন তো কেউ আবার ‘অহংকারী’ বলেছেন। এছাড়াও কুরুচিকর কমেন্টে ভরেছে গায়িকার কম্মেন্ট বক্স।
এক নেটিজেন লিখেছেন, ‘এইরকম অকৃতজ্ঞ মেয়ের সাথে যোগাযোগ না রাখাই ভালো। একটা সময় পবনদীপই আগলে রাখল। প্রায় চার বছর ধরে একসাথে থাকল আর এখন হাসপাতালেও গেল না?’ আবার আরেকজনের মতে, ‘ইটা স্পষ্ট হয়ে গেল যে অরুনিতা ঠিক কেমন মানুষ। ভাবতেও পারিনি মানুষ এরম হতে পারে। তো কেউ আবার সোজাসুজি লিখেছেন, ‘ছিঃ অরুণিতা, লজ্জা হওয়া উচিত’।
কি বলছেন অরুণিতা?
এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অরুণিতার সাথে। তখন তিনি জানান, পবনদীপ কথা বলার মত পরিস্থিতিতে নেই। তাই বাকিদের মতই সংবাদ মাধ্যমের থেকে ও পরিবারের লোক জনের থেকে প্রিয় বন্ধুর শহরের খোঁজ নিচ্ছেন তিনি। তাছাড়া বর্তমানে রেকর্ডিংয়ের কাজে কিছুটা ব্যস্তও আছেন তিনি তাই সরাসরি দেখা করতে যাওয়া হয় নি। তবে ঈশ্বরের কাছে তিনি বন্ধুর দ্রুত সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করেছেন।
এখন কেমন আছেন পবনদীপ?
গাড়ি দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই প্রিয় গায়ক কেমন আছেন তা নিয়ে বেশ উদ্বিগ্ন ভক্তরা। এখনও হাসপাতালেই ভর্তি আছেন তিনি। অপারেশনের পর সুস্থ হতে কিছুটা সময় লাগবে। তবে এখন আগের থেকে অনেকটাই সুস্থ, মাঝে মধ্যেই হাসপাতালের বিছানায় গান গাইছেন বা দাবা খেলছেন তিনি।