Arijit

ক্রিকেটের সর্বনাশ করছে বিসিসিআই, তোপ শ্রীলঙ্কার প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের

শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সুর চড়ালেন। বিসিসিআই এর একটি বিশেষ সিদ্ধান্তে খুশি নন তিনি। আর সে কারণেই ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিয়ে এই বিষয়ে আইসিসির হস্তক্ষেপের দাবি করলেন অরবিন্দ ডি সিলভা।

   

ডি সিলভার দাবি করেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিদেশের টি-টোয়েন্ট লিগে খেলতে না দিয়ে ক্রিকেটের ছোট দেশগুলোর সর্বনাশ করছে বিসিসিআই। এই বিষয়ে আইসিসির ভূমিকাও যথাযথ নয়।

অরবিন্দ ডি সিলভা বলেছেন, ‘‘বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগগুলিতে সেরা ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়া উচিত ভারতের। আইপিএল, বিগ ব্যাশ বা দ্য হান্ড্রেডের মতো প্রতিযোগিতাগুলো খেলোয়াড়দের উন্নতির সহায়ক।’’
ডি সিলভার বক্তব্য, এই প্রতিযোগিতাগুলিতে স্থানীয় ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পান। কোথায় উন্নতি দরকার, কী ভাবে অনুশীলন করা উচিত। এমন নানা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শও পান তাঁরা। কিন্তু বিসিসিআই বিরাট, রোহিতদের বিদেশের টি-টোয়েন্ট লিগে খেলতে না দিয়ে ক্রিকেটের ছোট দেশগুলোর সর্বনাশ করছে।”