Vastu

anita

Vastu: চুম্বকের মত টাকা টানে এই গাছ! ঘরের এইদিকে রাখলে লক্ষ্মীর অভাব হবে না সংসারে

নিউজ শর্ট ডেস্ক: কোটি পতি হতে কে না চায়! আর সেই স্বপ্ন পূরণ করতেই দিনরাত এক করে পরিশ্রম করেন সবাই। কিন্তু অনেক সময় দেখা যায় খাটাখাটনি করে টাকা যায় করেও কোনো ভাবে তা সঞ্চয় করা যায় না। কিন্তু এই অর্থের সমস্যা (Money Problem) হতে পারে বাস্তু দোষের কারণে। আজ আপনাদের জানাবো এমনই কিছু বাস্তু টিপস (Vastu Tips) সম্পর্কে যা  মানলেই হবে আর্থিক উন্নতি।

   

টাকা-পয়সার জন্য বাস্তু টিপস:

বাড়ি সাজানোর সময় তো বটেই, তাছাড়াও এমন অনেকেই আছেন যাঁরা বাড়ির ভীত তৈরির সময়েও ভরসা রাখেন বাস্তু শাস্ত্রে (Vastu Shastra)। এই শাস্ত্রে এমন বেশ কিছু কথা উল্লেখ করা হয়েছে যেগুলি মেনে চললে বাড়িতে সবসময় ইতিবাচক শক্তি বজায় থাকবে। এমনকি বাড়ির বস্তুর ওপরেই অনেকের ধনসম্পত্তি নির্ভর করে থাকে।

অর্থাভাব দূর করার জন্য বাস্তুশাস্ত্র মেনে  বাড়িতে বেশ গাছ লাগানোর কথাও বলা হয়েছে। তাই বাড়ির আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য অনেকেই বাড়িতে মানি প্ল্যান্ট লাগানোর পরামর্শ দিয়ে থাকেন। এছাড়াও বাস্তুশাস্ত্রে এমন একটি গাছের কথা বলা হয়েছে যা বাড়িতে থাকলে নাকি স্বয়ং ধনকুবেরের আশীর্বাদ পাওয়া যায়।

বাস্তু শাস্ত্র,Vastu Shastra,অর্থের সমস্যা,Money Problem,বাস্তু টিপস,Vastu Tips,মানি প্ল্যান্ট,Money Plant,ক্রাসুলা ওভাটা,Crassula Ovata,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ক্রাসুলা ওভাটা: 

এই ক্রাসুলা ওভাটা হল এমনই একটি গাছ। তবে এই গাছটিকে অনেকেই জেড ট্রি, ফ্রেন্ডশিপ ট্রি, লাকি ট্রি এবং মানি ট্রি নামেও পরিচিত।  ধনকুবেরকে প্রসন্ন করতেই  বস্তু মেনে অনেকেই নিজের বাড়িতে এই গাছ লাগান।

আরও পড়ুন: কারেন্ট গেলেও অন থাকবে আলো আর পাখা! এই মেশিনের দাম শুনলে কিনবেন আপনিও

দূর হবে আর্থিক সমস্যা:  

বাস্তুতে, ক্রাসুলাকে সম্পদের গাছ বলা হয়। তাই বাড়িতে এই গাছ থাকলে কখনই অর্থের সমস্যা হবে না। সঠিক নিয়ম মেনে  সঠিক দিকে যদি এই গাছ লাগানো হয় তাহলে আর কখনই টাকা পয়সার অভাব হবে না। তবে সাবধান, ভুল দিকে এই গাছ লাগালে কিন্তু বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এই গাছ খুব দ্রুত বেড়ে ওঠে, তাই খুব বেশি সূর্যের আলোও দরকার হয় না। বসন্তকালে এই গাছে ছোট ছোট সাদা এবং গোলাপি রঙের ফুল ফোটে।

বাস্তু শাস্ত্র,Vastu Shastra,অর্থের সমস্যা,Money Problem,বাস্তু টিপস,Vastu Tips,মানি প্ল্যান্ট,Money Plant,ক্রাসুলা ওভাটা,Crassula Ovata,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

গাছের যত্ন নিতে হবে কিভাবে? 

এই গাছ সহজে শুকিয়ে যায় না। তাছাড়া এই গাছের যত্ন নেওয়াও খুব সহজ। সপ্তাহে মাত্র দু থেকে তিনবার জল দিলেইভালো থাকবে গাছ। খুব ছোট্ট পাত্রের মধ্যেই এই গাছ লাগানো যায়।

বাড়ির কোন দিকে এই গাছ লাগানো উচিত?

বাস্তু শাস্ত্র মতে বাড়ির প্রবেশদ্বারের ডান দিকে এই গাছ লাগালেই ইতিবাচক শক্তিতে ভরে উঠবে সংসার। ফুলে ফেঁপে উঠবে লক্ষ্মী ভাণ্ডার।