Bengali Serial

anita

Bengali Serial: বাতাসের উষ্ণতা অনুভব করেই দৃষ্টি-শক্তিহীন অষ্টমী বাঁচাবে নায়ককে, প্রকাশ্যে নতুন প্রোমো

নিউজ শর্ট ডেস্ক: জি বাংলার (Zee Bangla) পর্দায় আসছে নতুন সিরিয়াল ‘অষ্টমী'(Ashtami)। নতুন এই ধারাবাহিকে নাম ভূমিকায় রয়েছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক (Saptarshi Maulik) আর অভিনেত্রী ঋতব্রতা দে (Ritobrata Dey)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিক সম্প্রচারের সময় এবং তারিখ। যার ফলে আগামী দিনে শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিলি’। সেই সাথে স্লট চেঞ্জ হচ্ছে জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’র।

   

কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে আসন্ন ধারাবাহিকের দু’দুটি প্রোমো। আশা করি সেই প্রোমো  দেখেই দর্শকরা আঁচ করতে পারছেন লীনা গাঙ্গুলীর আসন্ন এই মেগা সিরিয়ালটি অলৌকিক কাহিনী নির্ভর হতে চলেছে। আর মাত্র এক সপ্তাহ পরেই টেলিভিশনের পর্দায় শুরু হয়ে যাবে এই ধারাবাহিকের সম্প্রচার।

আর তার আগেই এবার রবিবার ৩১ মার্চ প্রকাশ্যে এল এই ধারাবাহিকের আরও একটি নতুন প্রোমো। আগের প্রোমোতেই দেখা গিয়েছে নায়কের বাবার চক্রান্তে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে অষ্টমী।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Zee Bangla,জী বাংলা,Ashtami,অষ্টমী,Saptarshi Moulik,সপ্তর্ষি মৌলিক,Ritobrota Dey,ঋতব্রতা দে,নতুন প্রোমো,New Promo,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

আর দৃষ্টিশক্তি চলে যাওয়ার পর ঈশ্বরের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ে সে। সেইসাথে গ্রামের পূজিত দেবতা বউরানির কাছে অষ্টমী প্রশ্ন করে দৃষ্টি ছাড়া তার সঙ্গে হওয়া অন্যায়ের শাস্তি দেবে কীভাবে? তখন উত্তরে অষ্টমীকে তুখোড় ‘সিক্সথ সেন্স’ প্রদান করেন পূজিত দেবতা বউরানি। এরপর থেকেই অষ্টমী সবার থেকে সব কিছু অনেক বেশি অনুভব করতে শুরু করে।

আরও পড়ুন: বাপ্পি লাহিড়ীর গায়ের সেই সোনা এখন কোথায়? তাল তাল ওই গয়নার মূল্য আকাশছোঁয়া

Bengali Serial,বাংলা সিরিয়াল,Zee Bangla,জী বাংলা,Ashtami,অষ্টমী,Saptarshi Moulik,সপ্তর্ষি মৌলিক,Ritobrota Dey,ঋতব্রতা দে,নতুন প্রোমো,New Promo,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ


প্রকাশ্যে আসা নতুন প্রোমোতে দেখা যাচ্ছে দৃষ্টি না থাকা সত্বেও বাইরে যে মেঘ করেছে তা না দেখেই বুঝতে পারে অষ্টমী। বাতাসের উষ্ণতা থেকেই সে বুঝে যায় বাজ পড়তে চলেছে, এবং তাও আবার নায়কের গায়েই। তাই বিপদ আঁচ করতে পেরেই ছুটে গিয়ে নায়ককে বাঁচায় অষ্টমী। আর আগামী দিনে এইভাবেই অষ্টমীর দুর্বলতাই শক্তি হয়ে উঠতে চলেছে এই ধারাবাহিকে।