Arijit

এশিয়া কাপে নেই বুমরাহ-সামি জুটি, দেখুন ভারতের বোলিং আক্রমণ

আর কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে এশিয়া কাপ। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দু বছর এশিয়া কাপ হয় নি, স্বাভাবিকভাবে এবারের এশিয়া কাপ নিয়ে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে ক্রিকেট ভক্তদের মধ্যে।

   

ঘোষণা হয়ে গেল এশিয়া কাপের দল। প্রত্যাশিত ভাবেই ফিরলেন বিরাট কোহলি। তবে বিরাট কোহলি দলে ফিরলেও চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে দিলেন ভারতীয় দলের তারকা জোরে বোলার যাশস্প্রীত বুমরাহ। এছাড়াও এশিয়া কাপের দলে নেওয়া হয় নি মহম্মদ সামিকেও। এক সময় ভারতের পেস জুটির অন্যতম দুই মুখ ছিলেন বুমরাহ এবং শামি। সেই জুটি এশিয়া কাপে দেখা যাবে না।

এশিয়া কাপে ভারতের পুরো দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংহ এবং আবেশ খান।