Arijit

শেষ ওভারে চারটি ছক্কা মেরে পাকিস্তানকে জিতিয়ে ব্রাথওয়েট স্মৃতি ফেরালেন আসিফ আলি

শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং পাকিস্তান। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে 147 রান করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় প্রায় হারতে বসেছিল পাকিস্তান অপরদিকে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অঘটন ঘটিয়েই ফেলেছিল আফগানিস্তান। তবে সেই সময় এক ওভারে চারটি ছক্কা মেরে পাকিস্তানের মান বাঁচিয়ে দেন আসিফ আলি।

   

ম্যাচ জয়ের জন্য শেষ দু ওভারে 24 রান এর প্রয়োজন ছিল পাকিস্তানের। প্রথম দিকের ব্যাটসম্যানরা প্রায় সকলেই আউট হয়ে গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই এই ম্যাচ জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছিল আফগানিস্তানের। সেই সময় হঠাৎই ব্যাট হাতে জ্বলে ওঠেন আসিফ আলি। আফগানিস্তানের বোলার করিম জনতের এক ওভারে চারটি ছক্কা মেরে তিনি জয় ছিনিয়ে নেন।

করিম জনতের এক ওভারে আসিফ আলির চারটি ছক্কা ফিরিয়ে নিয়ে এলো 2016 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে স্মৃতি। সেই ফাইনাল ম্যাচেও শেষ ওভারে পরপর চারটি ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন কার্লোস ব্রাথওয়েট।