রাজ্যে এরকম প্রকাশ্য রাজনৈতিক অশান্তির ঘটনা কখনও ঘটেছে কিনা জানা নেই। আজ বিজেপি সভাপতি জেপি নাড্ডা কনভয় লক্ষ করে উড়ে এল একের পর এক ইট। মুকুল রায়, দিলীপ ঘোষের গাড়ি লক্ষ করেও হামলা করা হয়। বিজেপি কর্মীদের মারধর। আক্রমণকারীদের কাছে ছিল তৃণমূলের পতাকা। সবটাই ঘটল লাইভ ক্যামেরার সামনে।