audiences are praised bijaya mathan charachter in sandhyatara serial

Papiya Paul

শ্বাশুড়ি-বৌমা জুটি ১০০-এ ১০০! ‘সন্ধ্যাতারা’র বিজয়া মাঠানের প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়ালের(Bengali Serial) ক্ষেত্রে সেই একঘেয়ে শাশুড়ি-বৌমার কূটকাচালি দেখতে দেখতে বিরক্ত হয়ে পড়েছেন দর্শকেরা। বেশিরভাগ সিরিয়ালে হয় থাকছে পরকীয়া, নয়তো শাশুড়ি-বৌমার কূটকাচালি। দীর্ঘদিন ধরে একই জিনিস চলে আসছে বাংলা সিরিয়াল জগতে। তবে এবার এই চলতি ধারার পরিবর্তন ঘটিয়েছে স্টার জলসার(Star Jalsa) ‘সন্ধ্যাতারা'(Sandhyatara) সিরিয়াল।

   

এখানে শাশুড়ি এবং বৌমার সম্পর্ক সম্পূর্ণ আলাদা। এই সিরিয়ালের শাশুড়ি বিজয়া মাঠান(Bijaya Mathan) অসাধারণ একজন মানুষ। বর্তমান সময়ের শাশুড়িদের থেকে তার চরিত্র সম্পূর্ণ আলাদা দেখানো হয়েছে এই সিরিয়ালে। ঠিক যেন মায়ের মত ছেলের বৌমাকে আগলে রেখেছেন তিনি। হয়ে উঠেছেন প্রকৃত মা।

সিরিয়ালটি যারা নিয়মিত দেখেন তারা প্রত্যেকেই জানেন একদম প্রথম দেখাতেই সন্ধাকে মনে মনে নিজের ছেলে আকাশনীলের বউ করতে চেয়েছিলেন তিনি। যদিও তার সেই স্বপ্নপূরণে অনেক বাধা আসে। কিন্তু তিনি তবুও তার ইচ্ছেতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। ছেলের বউ হিসেবে সন্ধ্যাকেই বাড়িতে নিয়ে আসেন বিজয়া। বাড়িতে আসার পর শত্রুদের কাছ থেকে একে অপরকে রক্ষা করে চলেছে এই শাশুড়ি-বৌমা।

তারা যেন দুজন দুজনের খুব কাছের বন্ধু। আর এরকম সম্পর্ক দেখে মন ভরে গিয়েছে দর্শকদের। সোশ্যাল মিডিয়াতে বিজয়ার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। এই শাশুড়ি বৌমার জুটি মনে ধরে গিয়েছে দর্শকদের। বহুদিন এই সুন্দর সম্পর্কের কথা মনে থেকে যাবে সিরিয়ালপ্রেমীদের। এই সিরিয়াল নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা।

কেউ লিখেছেন, ‘বাড়ির বউকে নিজের মেয়ের মতো করে রাখে, সেটা দেখতে যে কি ভালো লাগে!’ আবার অন্যদিকে টিআরপি রেটিং এও ধীরে ধীরে ভালো ফলাফল করছে এই সিরিয়াল। আগামী দিনে এই সম্পর্ক কতটা শক্তিশালী হতে পারে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের।