Axis Bank

anita

Axis Bank: পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে Axis Bank! এভাবে আবেদন করুন আপনিও 

নিউজ শর্ট ডেস্ক: চাকরি প্রার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ। বিশেষ করে যারা ব্যাংকে চাকরি (Job Vacancies) করতে আগ্রহী তাদের জন্য এবার বড় সুযোগ দিচ্ছে আমাদের দেশের নামি বেসরকারি ব্যাংক Axis Bank। সবথেকে মজার বিষয় হল এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না। জানা যাচ্ছে  শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই এই চাকরি দিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

   

জানা যাচ্ছে এই চাকরির জন্য পুরুষ এবং মহিলারা উভয়েই আবেদন জানাতে পারবেন। এখানেই শেষ নয়,  জেলা ভিত্তিক প্রার্থী নির্বাচন হওয়ায় নিজের জেলাতেই কাজ করার সুযোগ মিলবে।

আসুন দেখে নেওয়া যাক Axis Bank-এ প্রার্থীরা কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন? 

১) প্রথমেই রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ( Data Entry Operator),

২) রয়েছে রিলেশনশিপ অফিসার (Relationship Officer),

৩) এছাড়া আছে ব্রাঞ্চ ব্যাঙ্কিং (Branch Banking),

এক্সিস ব্যাঙ্ক,Axis Bank,চাকরি,Job,খালি পদ,Vacancy,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

৪) ব্যাঙ্কিং অপারেশন এন্ড কাস্টমার সার্ভিস (Banking Operations & Customer Services)

৫) ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস (Finance & Accounts) এবং

৬) ব্যাক অফিস এক্সিকিউটিভ (Back Office Executive)

আরও পড়ুন: ফের বিরাট ধাক্কা! বড়সড় ‘লোকসান’ বাংলার সরকারি কর্মীদের

বয়স সীমা কত? 

তবে এক্ষেত্রে বয়সের নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে উপরোক্ত পদগুলিতে আবেদন জানাতে গেলে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।

বেতন কত দেওয়া হবে?

জানা যাচ্ছে Axis Bank-এর এই পদগুলিতে নিযুক্ত কর্মীদের বেতনের পরিমাণ হবে প্রতি মাসে ১৩,৫৫৬ টাকা থেকে ২২,৭৮৯ টাকা পর্যন্ত।

এক্সিস ব্যাঙ্ক,Axis Bank,চাকরি,Job,খালি পদ,Vacancy,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি কিকি?

১. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

২. মাধ্যমিকের মার্কশিট

৩. উচ্চ মাধ্যমিকের মার্কশিট

৪.  গ্র্যাজুয়েশনের মার্কশিট (যদি কারও থাকে)

৫. আধার কার্ড

৬. ভোটার কার্ড

৭. প্যান কার্ড

৮. পাসপোর্ট সাইজের ফটোকপি এবং

৯.আবেদনকারীর বায়োডাটা

জানা যাচ্ছে Axis Bank-এ চাকরির আবেদনের জন্য প্রার্থীদের উপরে উল্লেখিত সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলির জেরক্স কপি জমা দিতে হবে।