Government

Papiya Paul

Government: ১২ পাশ করলেই চাকরির সুযোগ, ৩০ হাজার বেতনের কাজের অফার মোদী সরকারের!

নিউজশর্ট ডেস্কঃ আপনিও কি উচ্চমাধ্যমিক পাশ করে বেকার হয়ে ঘরে বসে রয়েছেন! হন্যে হয়ে চাকরি খুঁজছেন! তাহলে আজকে এই প্রতিবেদনটি আপনার জন্য। ভারত সরকারের(Central Government) স্বাস্থ্য মন্ত্রক প্রদত্ত আয়ুষ্মান মিত্র প্রকল্প(Ayushman Mitra)সম্পর্কে যদি কোন তথ্য জেনে না থাকেন তাহলে এই প্রতিবেদনটি পুরোটা পড়ে ফেলুন। দেশের উচ্চমাধ্যমিক পাশ যুবকদের বিশেষ সুবিধা দেওয়া হবে।

   

এই স্কিমের অধীনে আবেদন পত্র জমা দিলে যুবকরা প্রত্যেক মাসে ১৫ থেকে ত৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। চলুন তাহলে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানানো যাক। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে ভারত সরকার আয়ুষ্মান কার্ড তৈরি করে। এই আয়ুষ্মান কার্ডগুলো তৈরি করার কাজটি আয়ুষ্মান মিত্র এবং দেশের সমস্ত কমন সার্ভিস সেন্টারে অপারেটরদের দ্বারা করা হয়।

এই আয়ুষ্মান মিত্রদের কাজ হল স্বাস্থ্য সুবিধা গ্রহণকারী সুবিধাভোগী পরিবারগুলোকে সাহায্য করা এবং তাদেরকে আয়ুষ্মান কাজ সম্পর্কিত তথ্য দেওয়া। এই কাজের জন্য ভারত সরকার আয়ুষ্মান প্রকল্পে দ্বাদশ শ্রেণী পাস যুবকদের দেওয়া হয়েছে। সমস্ত আবেদন পত্র সঠিকভাবে জমা দিয়ে কাজে নিযুক্ত হতে পারলে সরকার কর্তৃক ১৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আয়ুষ্মান কার্ড তৈরি করতে নানা রকমের সমস্যা হলে সেগুলো আয়ুষ্মান মিত্রের কর্মীরা সমাধান করতে পারবেন।

আরও পড়ুন: Government: এবার কমবে বিদ্যুতের খরচ, বাড়িতে বসবে সোলার প্যানেল, এই নতুন প্রকল্পের সুবিধা কারা পাবেন?

এক্ষেত্রে কি কি তথ্য লাগবে?

আধার কার্ড
ভোটার কার্ড
প্যান কার্ড
ব্যাংক পাসবুক
আবাসিক শংসাপত্র
আয় শংসাপত্র
১২ তম মার্কশীট
১০ তম মার্কশীট
পাসপোর্ট সাইজ ছবি
মোবাইল নম্বর
ইমেইল আইডি

কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে আপনাকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর আপনাকে ওয়েবসাইটটিতে আয়ুষ্মান মিত্রের আবেদনপত্র সম্বলিত বোতামটিতে ক্লিক করতে হবে।
  •  আপনাকে এখানে নিজের তথ্য সঠিকভাবে নিবন্ধন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এখন আপনার সামনে একটি আবেদনপত্র খুলবে যাতে আপনাকে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে বলা হবে।
  • এরপরে, প্রয়োজনীয় নথি আপলোড করার প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
  • এরপরে আপনাকে আপনার আবেদনপত্র জমা দিতে হবে।
  • আবেদনপত্রটি সফলভাবে জমা দেওয়ার পরে, এটির একটি প্রিন্টআউট নিয়ে রাখতে হবে।