Bajaj CNG Bike: পেট্রোলের খরচ থেকে মুক্তি, এবার এই দিন মার্কেটে আসছে Bajaj-র CNG বাইক!

নিউজশর্ট ডেস্কঃ ভারতের প্রথম সিএনজি বাইক(CNG Bike) নিয়ে আসতে চলেছে বাজাজ কোম্পানি(Bajaj)। সম্প্রতি বাজাজের এনএস ৪০০ জেড গাড়িটি শুভ উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজাজ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ। নতুন সিএনজি বাইক লঞ্চ হবার কথা ঘোষণা করেছেন। এমনকি জানা গিয়েছে ভারতের প্রথম সিএনজি বাইক আগামী ১৮ই জুন ২০২৪-এ লঞ্চ হতে চলেছে।

যতদিন এগোচ্ছে পেট্রোলের দাম ততই বেড়ে চলেছে। পেট্রোলের তুলনায় সিএনজির দাম অনেক কম। আর সিএনজির দাম প্রত্যেক কেজি ৭৬ টাকা। অন্যদিকে পেট্রোলের দাম ১০০ টাকার বেশি। তাই পেট্রোলের খরচ বাঁচাতে এবার বাজারে সিএনজি বাইক আসতে চলেছে। মূলত জ্বালানির খরচ কমানোর জন্য এই বাইক মার্কেটে আসছে। আগামী মাসের মধ্যেই বাইকগুলো বিভিন্ন শোরুমে বিক্রির জন্য চলে আসবে বলে তিনি জানিয়েছেন।

এই গাড়িতে ফুয়েল ট্যাংকের বদলে সিলিন্ডার লাগানো হবে। এই সিলিন্ডারে সাহায্যে গাড়ি চলবে। মনে করা হচ্ছে যেহেতু সিএনজির দাম অনেক কম তাই পেট্রোল চালিত গাড়ির তুলনায় এই সিএনজি চালিত গাড়ির দাম অনেকটাই কম হবে। এর ফলে প্রত্যেক মাসে পেট্রোল কিনতে যে পরিমাণ টাকা খরচ হয়। তার থেকে অনেক কম টাকা খরচ করে সিএনজি চালিত গাড়ি চালাতে পারবেন মানুষ। এছাড়া এই গাড়ি মাইলেজ যদি ভাল হয় তাহলে এই গাড়ির চাহিদাও মার্কেটে বাড়বে।

আরও পড়ুন: SBI: ঘরে বসেই প্রতি মাসে আয়ের সুযোগ দিচ্ছে SBI, এই স্কিমের সম্পর্কে জানলে অনেক কাজে লাগবে

বহু যাত্রী রয়েছেন যারা বাইকে দূর দূরান্তের পথে যাতায়াত করে থাকেন। সেক্ষেত্রে তাদের পেট্রোলের খরচ অনেক বেশি হয়। তবে এবার যদি মাইলেজ ভালো পাওয়া যায় এবং সিএনজি গাড়ি যদি ভালো হয় তাহলে সেই সমস্ত যাত্রীদের অনেক উপকার হবে। ভারতের মাটিতে এই প্রথম সিএনজি বাইক আসছে। এর আগে অবশ্য চার চাকার গাড়িতে সিএনজি ব্যবহার দেখা গিয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে যে এই বাইকে একটি সিঙ্গেল পিস লম্বা সিট থাকবে। একটি হ্যালোজেন ইন্ডিকেটার এবং টেলিস্কোপিক ফ্রক সাসপেনশনের সুবিধা পাওয়া যাবে। এছাড়া গাড়িতে ডিস্ক ও ড্রাম ব্রেকের সুবিধা থাকবে। এই গাড়ির লুক দারুন হবে এবং আকর্ষণীয় ফিচারস ও উন্নত মানের ইঞ্জিন ও স্পেসিফিকেশন সহ বাজারে এই বাজাজ পালসার ৪০০ সিসির বাইকটি আসতে চলেছে। খুব শীঘ্রই এগুলো শোরুমে চলে আসবে এবং কিছুদিনের মধ্যেই শোরুমের উদ্দেশ্যে ডেলিভারি শুরু হবে। জানা গিয়েছে, এই গাড়িটির দাম ১ লাখ টাকার কম হতে পারে।

Avatar

Papiya Paul

X