জুলাই মাসে পৃথিবী থেকে লাল গ্রহের দিকে পারি দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা ‘নাসা’র মহাকাশযান। মঙ্গল গ্রহে যাবে সেটি। সঙ্গে রয়েছে একটি রোভার। যা এখনও পর্যন্ত তৈরি হওয়া সবথেকে উন্নত রোভার বলে মনে করা হচ্ছে। পারসিভিয়ারেন্স রোভারের সঙ্গে যুক্ত রয়েছেন বাঙালি বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষ। তাঁর মতে, এই যান লাল গ্রহের অজানা দিক উন্মোচন করতে সাহায্য করবে। মাটি খুড়ে তুলে আনবে নানা তথ্য।
Published By,