TRP বাড়াতে বিরাট সিদ্ধান্ত নিলো প্রোডাকশন হাউজ, বন্ধ হচ্ছে না স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল!

নিউজশর্ট ডেস্কঃ বিগত কিছু মাস ধরে স্টার জলসাতে(Star Jalsa) একটার পর একটা নতুন মেগা সিরিয়াল(Bangla Serial) নিয়ে আসছে। যেই সিরিয়ালের টিআরপি(TRP) কম থাকে সেই সিরিয়াল বন্ধ করে নতুন সিরিয়াল নিয়ে আসছে চ্যানেল কর্তৃপক্ষ। ঠিক যেমন শোনা যাচ্ছে পুজোর পরে আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’।

অর্থাৎ নতুন ধারাবাহিক আসা মাত্রই কোনো পুরনো ধারাবাহিককে তার জায়গা ছাড়তে হবে। বোঝাই যাচ্ছে যে সিরিয়ালের টিআরপি কম এবার সেই সিরিয়াল বন্ধ করে নতুন সিরিয়াল সেই জায়গায় নিয়ে আসা হবে। কিংবা অন্য কোন সিরিয়ালের টাইম স্লটের পরিবর্তন করে নতুন সিরিয়ালকে জায়গা দেওয়া হবে। SVF প্রোডাকশনের তরফ থেকে তুমি আশেপাশে থাকলে গল্পটিকে রহস্য ও ভৌতিক হিসাবে তৈরী করা হয়েছে।

এই সিরিয়ালে নায়ক চরিত্রে অভিনয় করবেন রোহন ভট্টাচার্য। যাকে এর আগে ভজ গোবিন্দ এবং অপরাজিতা অপু ধারাবাহিকে দেখা গিয়েছিল। এই ধারাবাহিকে দুজন নায়িকা থাকবেন একজন অঙ্গনা রায় ও দ্বিতীয় নায়িকা হিসাবে হিয়া নামের একজন অভিনেত্রী। শোনা যাচ্ছে, এই সিরিয়ালের জন্য এবার বন্ধ হতে চলেছে স্টার জলসার বহুদিনের পুরনো সিরিয়াল গাঁটছড়া। নভেম্বর মাসে এই সিরিয়াল বন্ধ হতে পারে বলে জানা গিয়েছে।

Gatchhora

তাই বন্ধ হওয়ার আগে এই সিরিয়ালের টিআরপি বাড়ানোর জন্য ফের আরেকবার চেষ্টা করছে প্রোডাকশন হাউজ। এই ধারাবাহিকটি আগে পরিচালনা করতেন সৌমেন হালদার। তবে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিক আসার পর সৌমেন সেই ধারাবাহিকের দায়িত্ব পেয়ে যান। তখন গাঁটছড়া পরিচালনার জন্য নিয়ে আসা হয় কিরণ ধরকে। আর এবার টিআরপি বাড়ানোর জন্য এই পরিচালককে পরিবর্তন করে ‘মুকুট’ সিরিয়ালের পরিচালক রঞ্জন রায়কে নিয়ে আসা হয়েছে। এবার পুরোটাই নির্ভর করছে চ্যানেল কর্তৃপক্ষের উপর।

Avatar

Papiya Paul

X