Papiya Paul

শালি না আধি ঘরওয়ালি! তারার কথা জেনে গেলো সন্ধ্যা! টিভির আগেই ফাঁস জবরদস্ত পর্ব

নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে জমজমাট পর্ব চলছে স্টার জলসার(Star Jalsa) ‘সন্ধ্যাতারা'(Sandhyatara) ধারাবাহিকে। আর এখন বহুদিন পর সিরিয়ালের তারার এন্ট্রি হওয়ার পরে সন্ধ্যা, তারা এবং আকাশরীলের সম্পর্ক নিয়ে জোরকদমে টানাপোড়েন চলছে। প্রত্যেকদিনই দর্শকদের জন্য নিত্যনতুন টুইস্ট আনছেন নির্মাতারা। তাই দর্শকদের মধ্যেও এই সিরিয়াল নিয়ে উত্তেজনা তুঙ্গে। এখন সিরিয়ালের গল্প এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে বোঝা যাচ্ছে, খুব শীঘ্রই সন্ধ্যা জানতে পারবে যে, তারাই আকাশনীলের আসল প্রেমিকা।

   

এই ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন, কলকাতার রাস্তায় গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছে সন্ধ্যা। এইমুহূর্তে জীবন মৃত্যুর লড়াই চালিয়ে যাচ্ছে সে। স্ত্রীর এই অবস্থা দেখে প্রচন্ড ভেঙে পড়েছে আকাশনীল। অন্যদিকে মেজদির দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছে তারা। আকাশনীল যাতে তারাকে বুঝতে না পারে তাই মুখ ঢেকে হাসপাতালে প্রবেশ করে সে। কিন্তু হাসপাতালে ঢোকার পরেই আকাশের মেজোকাকার সন্ধেহের মুখে পড়তে হয় তারাকে।

এই ধারাবাহিকের আগামী পর্বে দর্শকেরা দেখতে পাবেন, তারাকে শহর থেকে খুঁজে বাড়িতে নিয়ে আসবে আকাশের কাকা। সকলের সামনে তারা এবং আকাশনীলের সম্পর্কের কথা ফাঁস করে দেবে সে। ইতিমধ্যেই স্টার জলসার তরফ থেকে সন্ধ্যাতারা সিরিয়ালের নতুন প্রমো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সন্ধ্যা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে বলে শাশুড়ি মা এবং আকাশনীল ভীষণ খুশি।

এদিকে তার শাশুড়ি মা আনন্দে বলবে, ‘বৌমা আমার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মানে আজ ও যা চাইবে তাই পাবে।’ এই কথা শুনে আকাশনীল হেসে এসে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, ‘আকাশের চাঁদ চাই?’ এই প্রশ্নের উত্তর সন্ধ্যা বলে, ‘তারা চাই’। এর পরেই যখন আকাশনীল জিজ্ঞাসা করবে, ‘কোন তারা?’ তখন তারাকে নিয়ে ঘরে ঢুকবে ক্ষণপ্রভা। এরপরে সে সরাসরি আকাশনীল কে জিজ্ঞেস করবে, ‘দেখ তো নীল চিনিস নাকি একে?’

বাড়িতে প্রাক্তন প্রেমিকাকে দেখে অবাক হয়ে পড়বে আকাশনীল। অন্যদিকে তারাকে এভাবে দেখে সন্ধাও চমকে উঠবে। এরপরে আকাশের মেজো কাকা বলবে, ‘ও শালী নাকি আধি ঘরওয়ালি’। এই কথা শুনে চোখ ছানাবড়া হয়ে যাবে সন্ধ্যার। তাহলে কি এভাবেই ফাঁস হয়ে যাবে তাদের ত্রিকোণ প্রেমের সম্পর্কের কথা? সত্যিটা জেনে কোন দিকে মোড় নেবে সন্ধ্যা, আকাশনীল এবং তারার সম্পর্ক? আগামী ২৯ থেকে ৩০ এ সেপ্টেম্বর বিশেষ দুই পর্বে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন দর্শকেরা।