৩ ঘন্টা কমছে কাজের সময়! গরমের আগেই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা সরকারের

Bangladesh Government decided to change office hours during Ramadan month

৩ ঘন্টা কমছে কাজের সময়! গরমের আগেই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা সরকারের

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেখতে দেখতে ফেব্রুয়ারি মাস শেষ। সামনেই আর্থিক বছর শেষের মাস মার্চ, তবে এই সময়টা আরও একটা কারণে গুরুত্বপূর্ণ। কারণ মার্চেই ইসলাম ধর্মাবলম্বীদের রোজার মাস চলে যেখানে রমজানের বেশ কিছু নিয়ম পালন করতে হয়। এবছর ১লা মার্চ থেকেই রমজান মাস শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই সময় রাজ্যের সরকারি কর্মীদের যাতে অসুবিধা না হয় তার জন্য পদক্ষেপ নিতে চলেছে সরকার।

বদলাচ্ছে সরকারি কর্মীদের কাজের সময়সূচি

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইতিমধ্যেই রমজান মাসের জন্য স্পেশাল রেশনের ঘোষণা করা হয়েছে। চাল ও গমের পাশাপাশি আরও কিছু খাদ্য শস্য দেওয়া হবে রেশনে। তবে এবার জানা যাচ্ছে সরকারি কর্মীদের কাজের সময় নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমাদের রাজ্য নয় বাংলাদেশ সরকরের তরফ থেকে রমজান মাসের জন্য সরকারি কাজের সময়সূচি পাল্টে দেওয়া হয়েছে।

আজ অর্থাৎ সোমবার বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের তরফ থেকে একটি নির্দেশকা জারি করা হয়েছে। যাতে জানানো হয়েছে রমজান মাসে সাহ্‌রি ও ইফতারের সমযেহিসাবে সরকরি কর্মীদের জন্য কাজের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। তবে আগে যেমনটা ছিল শুক্র ও শনিবার ছুটি সেটা বজায় রাখা হবে। তাহলে বাকি দিন গুলিতে কটা থেকে কটা পর্যন্ত কাজ হবে?

নতুন সময়সূচি জারি সরকারের

রোজা চলাকালীন সরকারি অফিস খোলা হবে সকাল ৯টা থেকে আর ছুটি হবে ৩টে নাগাদ। ফলে কর্মীরা অতিরিক্ত ৩ ঘন্টা সময় পাবেন বাড়ি ফায়ার নিজেদের উপোস ভাঙার জন্য। এছাড়া এই সময় সমস্ত সরকারি অফিস ও দফতরে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের  নামাজের জন্য বিরতি দেওয়া হবে।

আরও পড়ুনঃ মানা হয়নি পরিবেশের নিয়ম, ভাঙা পড়ছে দিঘার ‘ঢেউ সাগর’, রাজ্যকে নির্দেশ দিল আদালত

শুধুমাত্র সরকারি অফিসেই নয়, ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বীমা সংস্থা, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল ও কলকারখানা এমনকি জরুরি সার্ভিসেও নতুন সময় সূচি জারি করা হবে। এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্টের অধীনে থাকা সমস্ত কোর্টের সময়সূচি জারি করা হবে বলে জানা যাচ্ছে।

সঙ্গে থাকুন ➥