Bank interest Rates for Fixed Deposit Schemes

কোন ব্যাঙ্কে এক বছরের FD করলে সবথেকে বেশি লাভবান হবেন? দেখুন সমস্ত ব্যাঙ্কের সুদের তালিকা

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে ছোট থেকেই সকলে বুঝতে শিখছে ভবিষ্যতের জন্য সঞ্চয় (Savings) করতে হয়। তাই প্রবীণরা তো বটেই অনেক কমবয়সী ছেলে মেয়েরাও সঞ্চয়ের জন্য ভালো স্কিমের খোঁজ করে থাকে। এক্ষেত্রে সরকারি ব্যাঙ্কের বিভিন্ন ইনভেস্টমেন্ট প্রকল্পকেই সবথেকে বেশি ভরসা করে মানুষ। বিশেষ করে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বা FD-তে অনেকেই টাকা রাখেন ভালো সুদ পাওয়ার আশায়।

বাজারে মূলত দুই ধরণের ব্যাঙ্ক রয়েছে যার মধ্যে একটি সরকারি আরেকটি বেসরকারি। বেসরকারি ব্যাঙ্কে সুযোগ সুবিধা বেশি হলেও সঞ্চয়ের ক্ষেত্রে আজও সরকারি ব্যাঙ্ককেই বেছে নেন সাধারণ মানুষ। তাই আজকের প্রতিবেদনে বর্তমানে এক বছরে যদি ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে সেই সম্পর্কে জানানো হল।

সরকারি ব্যাঙ্কে ১ বছরের FDতে সুদের হার 

সরকরি হলেও বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে সুদের হার বিভিন্ন হতে পারে। তাই ইনভেস্ট করার আগে একবার দেখে নেওয়া ভালো যে কোথায় সবচাইতে বেশি সুদ পাওয়া যাবে। নিচে বিভিন্ন সরকারি ব্যাঙ্কের সুদের হার দেওয়া হল। তবে খেয়াল রাখবেন এগুলি ১ বছরের ফিক্সড ডিপোজিটের জন্য প্রযোজ্য সুদের হার।

  • ইন্ডিয়ান ব্যাংক – 6.10
  • পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক – 6.20
  • UCO ব্যাংক – 6.50
  • ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া- 6.75
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক – 6.75
  • ব্যাংক অফ মহারাষ্ট্র – 6.75
  • ব্যাংক অফ বরোদা – 6.85
  • কানারা ব্যাংক – 6.85
  • সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া- 6.85
  • স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া- 6.80
  • ব্যাংক অফ ইন্ডিয়া – 6.80
  • ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক – 6.90%

অর্থাৎ যেমনটা দেখা যাচ্ছে সবথেকে বেশি সুদ দিচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ৬.৯ শতাংশ। অন্যদিকে সবচাইতে কম সুদ পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কে ৬.১০ শতাংশ। তবে অনেক সময় ব্যাঙ্কের তরফ থেকে স্পেশাল স্কিম লঞ্চ করা হয় কিছুদিনের জন্য সেই সময় বর্ধিত হারে সুদ পাওয়া যেতে পারে। তাই বিনিয়োগের পূর্বে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে চেক করে নেবেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X