Bank Rules

Papiya Paul

Bank Rules: এবার বদলে যেতে চলেছে ব্যাঙ্কের নিয়ম! সময়ের হবে বিরাট বদল, আগেই সবটা জেনে রাখুন

নিউজশর্ট ডেস্কঃ শোনা যাচ্ছে খুব শীঘ্রই বদলে যেতে চলেছে সমস্ত ব্যাংকের নিয়ম(Bank Rules)। এবার থেকে সপ্তাহে ৫ দিন খোলা থাকবে ব্যাংক এবং ২ দিন ছুটি থাকবে। এর ফলে গ্রাহকদের পরিষেবা যাতে কোন অসুবিধা না হয়। তার জন্য ব্যাংকে কাজের সময় বাড়ানো হবে।

   

বহুদিন ধরে এই ব্যাংকের কর্মচারীরা সপ্তাহে ২ দিন ছুটির জন্য দাবি করছিলেন। জানা গিয়েছে, ইতিমধ্যে ব্যাংক কর্মীদের সপ্তাহে ২ দিন ছুটির জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং কর্মচারী ইউনিয়নগুলোর মধ্যে। তবে এখনো পর্যন্ত এই পুরো দাবি সংক্রান্ত বিষয় সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সরকারের তরফ থেকে যদি অনুমোদন দেওয়া হয় তাহলে এবার ব্যাংকের ছুটির নিয়ম বদলে যেতে চলেছে। শনিবার ও রবিবার ব্যাংকের শাখা বন্ধ থাকবে এবং সপ্তাহে শুধুমাত্র ৫ দিন ব্যাংকে কাজ করা হবে। ব্যাঙ্ক ইউনিয়নগুলোর তরফ থেকে ২০১৫ সাল থেকে শনিবার এবং রবিবার ছুটির জন্য দাবি করা হচ্ছে।

Bank Rules

আরও পড়ুন: Mukesh Ambani: খারাপ দশা আম্বানির! একদিনে ডুবল ৪৩ হাজার কোটি টাকা, কারণ চমকে দেবে

তবে এবার ২০২৪-এর ৮ই মার্চ ৯ তম যৌথ নোট স্বাক্ষরিত হয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া ব্যাক অফিসার্স কনফেডারেশনের দ্বারা। এবার এই যৌথ নোটে সপ্তাহে ২ দিন ছুটি শনিবার ও রবিবার এবং ৫ দিন কাজের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে।

ব্যাঙ্ক ইউনিয়নগুলোর তরফ থেকে এই বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে ঠিকই। তবে পুরো গোটা বিষয়টাই সরকারে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সরকারি অনুমোদন পেলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যদি এই বিষয়ে সরকারের অনুমোদন পাওয়া যায়। তাহলে ব্যাংকে কাজের সময় ৪০ মিনিট বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে যে ৫ দিন ব্যাংকে কাজ হবে সেই দিনগুলো ব্যাংকের কাজ শুরু হবে সকাল ৯ টা ৪৫ মিনিটে এবং কাজ বন্ধ হবে বিকেল ৫ টায়।