অবশেষে শুরুর পথে বারাকপুর-বরানগর মেট্রোর কাজ, দেখুন সম্ভাব্য ১০ স্টেশনের তালিকা

Barrackpore Baranagar Metro work might start soon

অবশেষে শুরুর পথে বারাকপুর-বরানগর মেট্রোর কাজ, দেখুন সম্ভাব্য ১০ স্টেশনের তালিকা

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাজ্যের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে প্রতিনিয়ত কাজ করে চলেছে কলকাতা মেট্রো কর্পোরেশন। এমনকি নতুন রুটের প্রস্তাবনাও আসছে। আর এবার সুখবর এল বারাকপুর-কল্যাণী মেট্রো নিয়ে। বারাকপুর লোকসভার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের প্রতিশ্রুতি মত সাংসদ হয়েই চিঠি লিখেছিলেন অশ্বিনী বৈষ্ণবকে।

বারাকপুর থেকে কল্যাণী অবধি চালু হবে মেট্রো

যেমনটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই ডানলপ মোড় পর্যন্ত মেট্রো লাইন চলে এসেছে। যার ফলে বারাকপুর অবধি মেট্রো সম্প্রসারণ নিয়ে আশার আলো দেখা যাচ্ছে। সূত্রমতে, ডানলপ মোড় থেকে বিটি রোড বরাবর বারাকপুর চিড়িয়ামোড় পর্যন্ত এলিভেটেড মেট্রো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নয়া রুটের সম্ভাব্য স্টেশন

বারাকপুর অবধি মেট্রো সম্প্রসারণ নিয়ে এর আগেও উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে প্রকল্পটি আর বাস্তবায়িত হয়ে ওঠেনি বেশ কিছু সমস্যা থাকার কারণে। মোট ১৩ কিমি দীর্ঘ এই লাইনে মোট ১০টি স্টেশন থাকবে বলে জানা যাচ্ছে। বরানগর তেহেকে ডানলপ মোড়ে ইন্টারচেঞ্জ হয়ে প্রথমে কামারহাটি, এরপর একে একে আগরপাড়া, সোদপুর, পানিহাটি, সুভাষনগর, খড়দহ, টাটা গেট, টিটাগড়, তালপুকুর আর সবশেষে বারাকপুর।

আরও পড়ুনঃ আরও কম সুদে পাবেন হোম লোন, SBI সহ ৪ ব্যাঙ্কে সবচেয়ে সস্তায় পাবেন ঋণ

মেট্রো সম্প্রসারণের ফলে হতে পারে জলসংকট

এর আগেও বারাকপুর অবধি মেট্রো তৈরির উদ্যোগ নেওয়া হলেও সেটা হয়নি। এর প্রথান কারণ হল লাইন তৈরি করতে গেলে বিটি রোড খুঁড়তে হবে। এদিকে সেই ব্রিটিশ আমল থেকে গঙ্গার জল তুলে সংশোধন করে সেটা টালা ট্যাঙ্কে পৌঁছে দেওয়ার জন্য বিটি রোডের নিচে দিয়ে ৬টি পাইপ বসানো হয়। এবার যদি মেট্রোর কাজ শুরু করতে হয় তাহলে মাটি খুঁড়লে এই পাইপলাইনে ক্ষতি হলে কলকাতার একাধিক জায়গায় পানীয় জলের সংকট দেখা দিতে পারে।

কিভাবে এগোবে মেট্রোর কাজ?

এখন অনেকের মাথায় প্রশ্ন আসতেই পারে, তাহলে কিভাবে এগোবে কাজ? জানা যাচ্ছে, অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা কাজ শুরু করা হবে। যাতে মাটির তলায় থাকা পাইপের কোনোরকম ক্ষতি না হয় সেই দিকে নজর রেখেই পিলার তোলার জন্য খোঁড়া হবে। শুধু তাই নয়, দুটি পর্যায়ে কাজ শেষ করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথমে বরানগর থেকে সোদপুর পর্যন্ত লাইনের কাজ হবে। এরপর বাকি লাইনের কাজ হবে। শেষে সবটা জুড়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর মেট্রো চালু করা হবে।

সঙ্গে থাকুন ➥