বাংলাহান্ট,পশ্চিমবঙ্গ,বাংলা খবর,বাংলা,নন্দিনী দিদি,ভাইরাল দিদি,দোল উৎসব,Banglahunt,West Bengal,Bengali News,Bengal,Nandini Didi,Viral Didi,Dol Festival

Moumita

পাইকপাড়ার বসন্ত উৎসবে মাতোয়ারা সাধারণ মানুষ, সুদীপ-অতীনের সাথেই উপস্থিত ‘নন্দিনী দিদি’

দোলের গান বাজতে শুরু করেছে রবিবার থেকেই। কেউ সপ্তাহান্তেই পাড়ি দিয়েছেন বোলপুরে, কারও আবার গন্তব্য মায়াপুর। এরই মধ্যে আমাদের ভাইরাল দিদি নন্দিনীও পৌঁছে গেছেন দোল খেলতে। ভাইরাল দিদিকে এইদিন দেখা গেল, পাইকপাড়ার (Basanta Utsav Paikpara) খেয়ালি পার্কে। বসন্ত উৎসব উপলক্ষে বিরাট আয়োজন সেখানে।

   

এইদিন পাইকপাড়ার খেয়ালি পার্কে যেন চাঁদের হাট বসেছে। বসন্তের দোল উপলক্ষে সেখানে আয়োজিত হয়েছে বিশেষ অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ ছিলেন এই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা।

তাছাড়াও, এই অনুষ্ঠানের অন্যান্য দায়িত্বে রয়েছেন ৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মালা দাস, বিশিষ্ট সমাজসেবক সিদ্ধার্থ রায়, গিনেস বিশ্ব রেকর্ড প্রাপ্ত শুভদীপ চ্যাটার্জী, উত্তর কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক সৌরদীপ কুন্ডু, ৪ নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের সভপতি অপূর্ব দে এবং আরও অনেকে।

বাংলাহান্ট,পশ্চিমবঙ্গ,বাংলা খবর,বাংলা,নন্দিনী দিদি,ভাইরাল দিদি,দোল উৎসব,Banglahunt,West Bengal,Bengali News,Bengal,Nandini Didi,Viral Didi,Dol Festival

প্রসঙ্গত উল্লেখ্য, এইসব তো ছিলই তবে সবকিছুর মধ্যে যিনি নজর কেড়েছেন, তিনি হলেন ভাইরাল দিদি নন্দিনী। এত তাবড় তাবড় নেতা মন্ত্রীদের মাঝে নন্দিনীর দিদির উপস্থিতি ভালোই নজর কেড়েছে। রং মশাল জ্বালিয়ে উদ্বোধন করা এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে, ‘আহা আজি এ বসন্তে’।

তাছাড়া দোল উৎসবকে কেন্দ্র করে এলাকার মানুষের উন্মাদনা ছিল দেখার মতো। সমস্ত ধর্মের সকল স্তরের মানুষ যোগ দিয়েছিলেন খেয়ালি পার্কে।নাচ, গান, আবৃত্তিতে বসন্ত উৎসবের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া মনের আনন্দ নতুন করে খুঁজে পেয়েছে এলাকাবাসি।

বাংলাহান্ট,পশ্চিমবঙ্গ,বাংলা খবর,বাংলা,নন্দিনী দিদি,ভাইরাল দিদি,দোল উৎসব,Banglahunt,West Bengal,Bengali News,Bengal,Nandini Didi,Viral Didi,Dol Festival

এইদিনের উৎসব সম্পর্কে তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক সৌরদীপ কুন্ডু বলেন, ‘আমরা পাইকপাড়ার মানুষের পাশে সব সময় ছিলাম এবং সব সময় থাকবো। এছাড়া আগামীদিন আরও সামাজিক কাজ আমরা করতে চলেছি।’ বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয়, উৎসবের মিডিয়াতে পার্টনার ছিল ‘নিউজশর্ট’ ।