Arijit

আইপিএল নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল বিসিসিআই, চাপে পড়ল পুরনো দলগুলি

এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেও আইপিএল নিলাম নিয়ে বড়সড় ঘোষণা করল বিসিসিআই। এবার আইপিএলে পুরোনো দলগুলি কতজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবেন এবং সেখানে বিদেশি এবং স্বদেশী ক্রিকেটারের সংখ্যা কেমন হবে, এছাড়াও নতুন দল গুলি কিভাবে নিলাম থেকে খেলোয়াড় কিনবেন, এই সমস্ত কিছু বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

   

বিসিসিআই এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবার নিলামে সর্বাধিক চারজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে দলগুলি। হয় দুজন বিদেশি, দুজন ভারতীয়। না হলে তিন জন ভারতীয়, একজন বিদেশি, এই হিসেবে খেলোয়াড় ধরে রাখতে হবে।

পাশাপাশি যে দুটি দল এবার আইপিএলে নতুন অন্তর্ভুক্ত হল তারা নিলাম এর আগেই সমস্ত ক্রিকেটারদের থেকে তিনজন করে ক্রিকেটারদের নিয়ে নিতে পারবে। অপরদিকে দলগুলির বরাদ্দ অর্থ গতবারের তুলনায় পাঁচ কোটি টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে।