Arijit

করোনার প্রকোপে স্থগিত ম্যাঞ্চেস্টার টেস্ট! আইপিএলের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় বিসিসিআই

ভারতীয় শিবিরে করোনার হানা দেওয়ার কারণে স্থগিত হয়ে গিয়েছে ম্যানচেস্টার টেস্ট। ভারতের হেড কোচ, সহকারী কোচ সহ একাধিক সদস্য করোনায় আক্রান্ত। বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের ফিজিও যোগেশ পারমার। তার সংস্পর্শে এসেছিলেন ভারতীয় দলের একাধিক ক্রিকেটার। তারপরই আইপিএলের ভবিষ্যত নিয়ে চিন্তা শুরু হয়েছে বিসিসিআইয়ের। তাহলে কি আইপিএলের দ্বিতীয় পর্বেও দেখা দেবে করোনার প্রকোপ?

   

যোগেশ পারমারের সংস্পর্শে এসেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা, দিল্লি ক্যাপিটালসের ইশান্ত শর্মা, পাঞ্জাব কিংসের মহম্মদ সামি, চেন্নাই সুপার কিংসের পুজারা এবং জাদেজা।

এই প্রত্যেক ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়েছিল, ফলাফল নেগেটিভ আসে। কিন্তু তার সত্ত্বেও ম্যানচেস্টার টেস্ট হয় নি। তাহলে কি এদের এখনো করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে? সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর তাই আগামী 19 তারিখ থেকে শুরু হতে চলা আইপিএলের ভবিষ্যৎ নিয়ে কিছুটা হলেও চিন্তিত ফ্র্যাঞ্চাইজি গুলি।