PPF এ টাকা লাগিয়েই কোটিপতি, অবসরে মাসে মিলবে ৬০,০০০, দেখুন ইনভেস্টমেন্ট ফর্মুলা

Public Provident Fund

PPF এ টাকা লাগিয়েই কোটিপতি, অবসরে মাসে মিলবে ৬০,০০০, দেখুন ইনভেস্টমেন্ট ফর্মুলা

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ভারতীয়দের জন্য সবচেয়ে নিরাপদ ও জনপ্রিয় দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্প। সরকার দ্বারা পরিচালিত এই স্কিমটি মূলত ভবিষ্যতের জন্য নিরাপদ ফান্ড গড়ে তুলতে ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে উৎসাহ দেয়। সাধারণত, পিপিএফ অ্যাকাউন্ট ১৫ বছরে মেয়াদ পূর্ণ করে। তবে, আপনি চাইলে আরও বেশ কয়েক বছরের জন্য মেয়াদ বাড়াতে পারেন। আর এই ফর্মুলাতেই লুকিয়ে আছে ১ কোটি টাকার ম্যাজিক!

কিভাবে PPF এর টাকাতেই হবেন কোটিপতি?

আপনি যদি পিপিএফের টাকা দিয়েই কোটিপতি হতে চান তাহলে আপনাকে সবার আগে সুদের সম্পর্কে বুঝতে হবে।  যেমন বর্তমানে, পিপিএফ-এ বছরে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। অর্থাৎ, প্রতিদিন গড়ে মাত্র ৪১১ টাকা সঞ্চয় করলেই চলবে। বর্তমানে সুদের হার ৭.১% (যা সময়ে সময়ে পরিবর্তিত হয়)।

ভাবে প্রথম ১৫ বছরে আপনি মোট ২২.৫ লক্ষ টাকা জমা করবেন। আর সুদসহ এই পরিমাণ দাঁড়াবে প্রায় ৪০.৬৮ লক্ষ টাকায়। এরপর, আপনি যদি আরও ৫+৫, অর্থাৎ ১০ বছরের জন্য অ্যাকাউন্ট ভ্যালিডিটি বাড়িয়ে ফেলুন ও একইভাবে বিনিয়োগ চালিয়ে যান, তাহলে মোট বিনিয়োগ হবে ৩৭.৫ লক্ষ টাকা। ২৫ বছর শেষে আপনার অ্যাকাউন্টে থাকবে প্রায় ১.০২ কোটি টাকা!

আরও পড়ুনঃ আরও সহজ হল বার্থ সার্টিফিকেট পাওয়া, অনলাইনে এভাবে করুন আবেদন

কোটিপতি হওয়ার হিসেব!

অর্থাৎ ২৫ বছর পর, আপনি চাইলে বিনিয়োগ বন্ধ করেও শুধু সুদের উপরে আয় করতে পারেন। একেষ্টর যদি ১ কোটি টাকার উপরে ৭.১% সুদে বছরে পাবেন ৭,৩১,০০০ টাকা। মাসে গড়ে প্রায় ৬০,০০০ টাকা। তাই আপনিও যদি ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই সঞ্চয় শুরু করতে চান তাহলে পাবলিক প্রভিডেন্ড ফান্ড বা PPF প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

প্রসঙ্গত, অনেক প্রাইভেট চাকুরিজীবীদের ক্ষেত্রেই কোম্পানির তরফ থেকে ইপিএফ করানো হয়। সেক্ষেত্রেও একইভাবে বেশ কিছু সুবিধা ওপাওয়া যায়।

সঙ্গে থাকুন ➥