পুরীতে ঘুরতে যাওয়ার আগে সাবধান! ভুলেও এই কাজটা করবেন না, ফাঁকা হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

নিউজশর্ট ডেস্কঃ প্রায় কম বেশি সব বাঙালিরা দীঘা(Digha) এবং পুরী(Puri) অন্তত একবার ঘুরে এসেছেন। সমুদ্রপ্রেমী হলে তো তাদের কথা আলাদা। বারংবার সমুদ্র দেখার টানে ছুটে চলে যান দীঘা এবং পুরীতে। সারা বছরই এই দুই জায়গাতে পর্যটকদের প্রচুর ভিড় থাকে। মূলত পর্যটকদের সবথেকে পছন্দ হল জগন্নাথ দেবের মন্দির আর সমুদ্রের সুন্দর ঢেউ। হিন্দু মতে, জগন্নাথ মন্দিরের একটি বিশেষ তাৎপর্য আছে, শুধুমাত্র ভারতীয়রাই নয় বিদেশ থেকে প্রচুর মানুষও জগন্নাথ দেবের দর্শন করতে আসেন।

জগন্নাথ মন্দিরকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। আর তাই এই মন্দিরে লক্ষ লক্ষ মানুষ প্রভুকে দর্শনের জন্য চলে আসেন। এবার পুরী বেড়াতে গেলে আগে থেকে সাবধানতা অবলম্বন করা বিশেষ প্রয়োজন। সাবধান না হওয়ার জন্য ইতিমধ্যেই বহু বাঙালি পর্যটকরা বিপদের সম্মুখীন হয়েছেন। ভগবানের দর্শনে গিয়ে তাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যা তারা কখনোই কল্পনা করতে পারেনি।

সারা বছরই যেহেতু পর্যটকদের ভিড় বেশি থাকে। তাই এখানে হোটেলগুলোতে চার্জ অনেকটাই বেশি। ছুটিতে এসে পর্যটকেরা কয়েকটা দিন ভালো হোটেলে ভালো পরিবেশে থাকতে চান। তাই অনেকেই পুরী আসার আগে অনলাইন থেকে হোটেলের টিকিট বুক করে রাখেন। অনেক সময় অনলাইনে হোটেলের চার্জ তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে। পর্যটকদের এই চাহিদারই অসৎ ব্যবহার করছেন প্রতারকরা।

হোটেল বুক করতে গিয়ে লোভনীয় অফারের জন্য অনেকেই নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা হারিয়ে ফেলেছেন। দেখা গিয়েছে, যেই হোটেলের নাম করে টাকা পেমেন্ট করা হয়েছে। সেখানে গিয়ে দেখা গিয়েছে সে হোটেলের কোন অস্তিত্ব নেই। হোটেলের কেউ কোনো ফোন ধরছেন না। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেও কোন লাভ হয়নি বলে অনেক পর্যটক অভিযোগ জানিয়েছেন।

এই পরিপ্রেক্ষিতে পুলিশের একটাই পরামর্শ হোটেল বুকিং-এর আগে কিংবা কোন ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করার আগে অবশ্যই ভালো করে খোঁজ খবর নিতে হবে। পুলিশ ইতিমধ্যে একটি ছেলেকে গ্রেফতার করেছে। তাই পুরী যাওয়ার আগে অবশ্যই সতর্কতা মেনে চলুন। নাহলে আপনার ব্যাংক একাউন্ট কখন ফাঁকা হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না।

Avatar

Papiya Paul

X