অনিলকে বিয়ে করার আগে এই বিবাহিত অভিনেতার সঙ্গে প্রেম করতেন টিনা! ফাঁস আম্বানি বাড়ির বৌয়ের কেচ্ছা

নিউজশর্ট ডেস্কঃ রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির ছোট ছেলে অনিল আম্বানি(Anil Ambani) প্রতিদিন খবরের শিরোনামে থাকেন। মুকেশ আম্বানির মতই তার জীবনযাত্রা ও বিলাসবহুল। তবে তিনি বলিউডের সেই সময়ের জনপ্রিয় অভিনেত্রীকে বিয়ে করেছিলেন। ১৯৯১ সালে অভিনেত্রী টিনা মুনিমকে(Tina Munim) বিয়ে করেন তিনি। এই অভিনেত্রীর খুব ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি গভীর আগ্রহ ছিল। আর তাই বহু হিট ছবিতে কাজ করেছিলেন।

কিন্তু অনিল আম্বানির সাথে বিয়ের পর তার সে অভিনেত্রী হবার শখ ত্যাগ করে তিনি সিনেমা জগৎ ছেড়ে একেবারে চলে যান। টিনার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনা থাকে। আজকে এই প্রতিবেদনে কিভাবে টিনা মুনিম এবং অনিল আম্বানির বিয়ে হয়েছিল এবং তাদের প্রেমের গল্প জানাবো। মাত্র ২১ বছর বয়সেই ‘দেশ পরদেশ’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন টিনা। এরপরে তিনি ‘রকি’, ‘সাউতান’, ‘মনপাসন্দ’, ‘লুটমার’ এবং ‘কার্জ’-এর মতো বহু ছবিতে কাজ করেছেন। এর সাথে বেশ কিছু পুরস্কার পেয়েছেন।

১৯৭৫ সালে তিনি আন্তর্জাতিক কিশোর উপস্থিতির প্রতিযোগিতা স্পেনে অংশগ্রহণ করেছিলেন যেখানে তাকে অভিনেতা দেবানন্দ প্রথমবারের মতো দেখেছিলেন। আর এরপরই দেবানন্দ তাকে নায়িকা বানানোর জন্য ঠিক করে নেন। এরপর ‘দেশ পরদেশ’ ছবিতে কাজ করার সুযোগ পান টিনা। কেরিয়ারের শুরুতেই টিনা অভিনেতা রাজেশ খান্নাকে তার হৃদয় দিয়ে বসেছিলেন। কিন্তু শোনা যায় সেসময় রাজেশ খান্নার সঙ্গে অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার বিয়ে হয়ে গিয়েছিল।

কিন্তু দুজনের প্রেমের সম্পর্ক এতই গভীর পর্যায়ে পৌঁছায় যে রাজেশ খান্নাকে বিয়ে করার জন্য অনড় ছিলেন টিনা। বহুবার রাজেশ খান্না তার সম্পর্ক ছেড়ে বেড়াতে চাইলেও পারেননি। কিন্তু শেষ পর্যন্ত রাজেশ খান্নার বিবাহিত সম্পর্ক থেকে না বের হতে পারার জন্য টিনা নিজে থেকেই সে সম্পর্ক থেকে সরে যান।

১৯৮৬ সালে তাদের সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়। এরপরেই একটি অনুষ্ঠানে গিয়ে টিনার সঙ্গে অনিল আম্বানির সাক্ষাৎ হয়। আর তারপরেই অনিল আম্বানি টিনার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এরপর ধীরে ধীরে তাদের প্রেমের সূত্রপাত হয়। আর পরিবারের সম্মতিতে ১৯৯১ সালে তাদের বিয়ে হয়।

Avatar

Papiya Paul

X