Arijit

ভারতকে হারানোর ছক কষে ফেলেছেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস

আজ গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড। এই মুহূর্তে দুই দেশই দুর্দান্ত ছন্দে রয়েছে। কয়েক দিন আগেই নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে চুনকাম করেছে ইংল্যান্ড। অপরদিকে ভারতও রয়েছে ভালো ছন্দে।

   

তবে এই টেস্ট শুরু হওয়ার আগে স্টোকস জানিয়ে দিলেন, ভারতকে হারানোর পরিকল্পনা ছকে নিয়েছেন তাঁরা। স্টোকসের কথায়, “ভারতকে কী ভাবে হারিয়ে সিরিজ ড্র করতে হবে সেটা আমরা জানি। তবে গত সপ্তাহেও বলেছিলাম, আমাদের কাছে এখন ফলাফলের থেকেও বড় নিজেদের ক্রিকেটমাঠে উপভোগ করা। প্রতিটা ম্যাচে আমরা জিততেই নামি। সেটাই শেষ কথা নয়। গত তিন সপ্তাহে আমরা টেস্ট ক্রিকেট খেলার ধরনটাকে পাল্টে দিতে পেরেছি, এটাই বেশি শান্তির।”

এছাড়াও স্টোকস বলেছেন, “লোকে আমাদের দেখে আনন্দ পাক সেটাই চাই। কারণ, ম্যাচের ফলাফল কী হবে এটা ওরা আগে থেকে বুঝতে পারছে না। তবে আমরা যে আগ্রাসী ক্রিকেট খেলব, সেটা ওরা বুঝতে পারছে। ২০১৫-র পরে এক দিনের ক্রিকেটে যে ভাবে খেলতে শুরু করেছিলাম সেই সময়ের কথা মনে পড়ছে।”