সুখবর, হাওড়া থেকে এক ট্রেনেই সিকিম পৌঁছে দেবে রেল! উদ্বোধন কবে?

Bengal To Sikkim Rail Project

সুখবর, হাওড়া থেকে এক ট্রেনেই সিকিম পৌঁছে দেবে রেল! উদ্বোধন কবে?

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: পর্যটকদের জন্য সুখবর। এখন বাংলা থেকে সিকিম ভ্রমণ আরও সহজ। আরও কম সময়ে পৌঁছে যাবেন গন্তব্যে। দারুণ সুযোগ নিয়ে হাজির সরকার। বাংলা-সিকিম রেল প্রজেক্ট নিয়ে প্রকাশ্যে বিরাট আপডেট। ডিসকভার রাবং চো-ডজো ফেস্ট ২০২৫-এর শেষ দিনে শিলিগুড়ির সেবক এবং সিকিমকে সংযুক্তকারী রেল প্রকল্পটি নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।

কবে উদ্বোধন হবে?

জানা গিয়েছে, ইতিমধ্যেউত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) ২০২৪ সালের এপ্রিল মাস থেকে ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে ১১টি রোড ওভার ব্রিজ (ROB) এবং ২৬টি রোড আন্ডার ব্রিজ (RUB) নির্মাণ করেছে। ওদিকে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা দাবি করেছেন যে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে রোড ওভার ব্রিজ (ROB), রোড আন্ডার ব্রিজ (RUB), কম উচ্চতার সাবওয়ে (LHS), ডাইভারশনের মাধ্যমে ২৮টি মানবচালিত লেভেল ক্রসিং (MLC) অপসারণ করার কথা। NH 10- এ বর্তমানে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। কাজ সম্পন্ন হলে, শিলিগুড়ি এবং সিকিমের মধ্যে ভ্রমণের সময় দুই ঘন্টা কমে আসতে পারে। বেশি দিন বাকি নেই। সিকিমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে কাজ সম্পন্ন হবে। এছাড়াও, এই অঞ্চলের পরিবহন নেটওয়ার্ককে আরও উন্নত করার জন্য মেলি থেকে সিংটাম হাইওয়ে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তামাং।

আরও পড়ুন: গতিবেগ ঘন্টায় ৩২০ কিমি, এমনই জোড়া ট্রেন ভারতকে উপহার জাপানের! কবে আসবে?

প্রসঙ্গত, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে একটি সিকিম, পর্যটনের পাশাপাশি কৌশলগত দিক থেকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রচুর সংখ্যক পর্যটক সিকিমে আসেন। প্রকৃতি যেভাবে রাজ্যের উপর তার ভালোবাসা বর্ষণ করেছে, তাতে যে কারোরই এর প্রতি আকৃষ্ট হওয়া স্বাভাবিক। পর্যটনের দৃষ্টিকোণ থেকে এখানে দেখার মতো অনেক জায়গা রয়েছে যেমন লাচুং ভ্যালি, বাবা মন্দির, নাথুলা পাস। একই সাথে, এই রাজ্যের ভৌগোলিক অবস্থান এটিকে ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তোলে। এর উত্তরে তিব্বত, পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল এবং দক্ষিণে পশ্চিমবঙ্গ অবস্থিত। সিকিম পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থিত, যা এটিকে কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

সঙ্গে থাকুন ➥