গদি দখলের লড়াইয়ে এগিয়ে পরশুরাম-জগদ্ধাত্রীরা! পরিণীতার স্থান কোথায়? রইল TRP লিস্ট

Bengal TRP List

গদি দখলের লড়াইয়ে এগিয়ে পরশুরাম-জগদ্ধাত্রীরা! পরিণীতার স্থান কোথায়? রইল TRP লিস্ট

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: আরও একবার ধামাকা দেখাল বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রি। কারও পৌষ মাস, কারও সর্বনাশ। এমনিতেই বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলা সিরিয়ালের জগতে নতুনেরা পুরোদমে গদি দখলের লড়াইয়ে নেমে পড়েছে। অকালে না শো বন্ধ হয়, সেটাই এখন নিশ্চিত করার সময়। একেরপর এক ধামাকা পর্ব দেখানো হচ্ছে ষ্টার জলসা থেকে জি বাংলার মেগাগুলিতে। এবার নতুন টিআরপি তালিকা আসতেই অবাক বাংলার দর্শক। বেঙ্গল টপার হল কে?

চলতি সপ্তাহের বেঙ্গল টপার কে?

সিংহাসনের এক অংশও নড়তে দেয়নি পরিণীতা। সেরার সিংহাসন এখন তার। জয়ের ধারা বজায় রেখে এসপ্তাহেও সবচেয়ে বেশি টিআরপি নিয়ে বেঙ্গল টপার হয়েছে পরিণীতা। বিরাট অঙ্কের পয়েন্ট হাঁকিয়েছে পারুল-রায়ানের জুটি। অবশ্য এখানেই স্বস্তি নয়। পরের সপ্তাহের পাশা উল্টে যেতে পারে। কারণ দ্বিতীয় স্থানে যে মেগা আছে, সে প্রায় পরিণীতার ঘাড়ে নিঃশ্বাস ফেলে বসেছে। পয়েন্টের ব্যবধান খুব একটা বেশি নেই। চলুন দেখে নিই সেরা পাঁচ ধারাবাহিকের কোনগুলো।

সেরা পাঁচ ধারাবাহিক (Bengal TRP List)

বেঙ্গল টপারের খেতাব হাতছাড়া হলেও ফুলকি ও জগদ্ধাত্রীর আশার আলো নেভেনি। কিছু সপ্তাহ অন্ধকারে তলিয়ে গেলেও আবার উপরে উঠে এসেছে জগদ্ধাত্রী। এরপরেই টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ। একদিকে সংসার অন্যদিকে অ্যাকশন দেখিয়ে চতুর্থ স্থানে তৃণা ও ইন্দ্রজিতের পরশুরাম আজকের নায়ক। আবার বিতর্কিত সিরিয়াল জিতু ও দিতিপ্রিয়ার চিরদিনই তুমি যে আমার রয়েছে পঞ্চমে। বন্ধ হওয়ার গুঞ্জনে পড়ে থাকা কথা কিন্তু সেরা পাঁচের তালিকাতেই বর্তমান।

আরও পড়ুন: কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ‘পরশুরাম’ ইন্দ্রজিৎ বসু? চেনেন হিরোর মনের মানুষকে?

বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি লিস্ট

  1. পরিণীতা – ৭.০ পয়েন্ট
  2. ফুলকি, জগদ্ধাত্রী – ৬.৯ পয়েন্ট
  3. রাঙ্গামতি তীরন্দাজ – ৬.৬ পয়েন্ট
  4. পরশুরাম আজকের নায়ক – ৬.৪ পয়েন্ট
  5. চিরদিনই তুমি যে আমার, কথা – ৬.০ পয়েন্ট
  6. গৃহপ্রবেশ – ৫. ৭ পয়েন্ট
  7. চিরসখা, গীতা LLB, কোন গোপনে মন ভেসেছে – ৫.৪ পয়েন্ট
  8. অনুরাগের ছোঁয়া + রোশনাই – ৫.০ পয়েন্ট
  9. মিত্তির বাড়ি – ৪.৭ পয়েন্ট
  10. তুই যে আমার হিরো – ৩.৫ পয়েন্ট

রিয়ালিটি শোগুলোও নেই পিছিয়ে

সিরিয়ালের পাশাপাশি, রিয়েলিটি শো দেখতেও বেশ পছন্দ করেন বাঙালি দর্শক। সিরিয়ালের মতো রেটিং না পেলেও নিজেদের জায়গায় ঠিক আছে তারা।

  1. দিদি নাম্বার ওয়ান সানডে ধামাকা পর্ব: ৪.৫ পয়েন্ট।
  2. ডান্স বাংলা ডান্স: ৩.৮ পয়েন্ট।
সঙ্গে থাকুন ➥